নয়াদিল্লি: আন্তর্জাতিক টি-২০ থেকে মঙ্গলবার অবসর ঘোষণা করলেন মিতালী রাজ। ক্রিকেটের সবচেয়ে ছোট ফর্ম্যাটকে বিদায় জানানোর সিদ্ধান্ত বোর্ডকে জানিয়ে দিয়েছেন প্রাক্তন টি-২০ অধিনায়ক। তবে, একদিনের ম্যাচে তিনি জাতীয় দলকে এখনও নেতৃত্ব দেবেন। গত মার্চ মাসে গুয়াহাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-২০ ম্যাচ খেলেছেন মিতালী।
দক্ষিণ আফ্রিকা প্রমীলা বাহিনীর বিরুদ্ধে ঘরের মাঠে আসন্ন টি-২০ সিরিজে তাঁর নাম নিয়ে আলোচনা হবে কি না, তা নিয়ে যথেষ্ট জল্পনা চলছিল। কারণ, বোর্ডের একাংশ চাইছে, আগামী বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপে নতুন মুখদের সুযোগ দিতে। ৫ তারিখ সিরিজের প্রথম ম্যাচের জন্য দল নির্বাচন করার কথা বোর্ডের নির্বাচক কমিটির। ওই সিরিজে খেলার ইচ্ছাপ্রকাশও করেছিলেন মিতালী। কিন্তু, তার ৪৮-ঘণ্টা আগে এদিন আচমকা অবসর ঘোষণা করলেন তিনি।
৩২টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছেন মিতালী। এর মধ্যে তিনটি মহিলা টি-২০ বিশ্বকাপ -- ২০১২ (শ্রীলঙ্কা), ২০১৪ (বাংলাদেশ) ও ২০১৬ (ভারত) রয়েছে। ২০০৬ সালে ভারতীয় মহিলা দলের প্রথম আন্তর্জাতিক টি-২০ ম্যাচে নেতৃত্ব দেওয়ার বিরল কৃতিত্ব রয়েছে মিতালীর ঝুলিতে। কেরিয়ারে মোট ৮৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। টি-২০ আন্তর্জাতিকে ভারতীয় মহিলাদের মধ্যে সর্বাধিক ২৩৬৪ রান করেছেন। তিনি প্রথম ভারতীয় মহিলা হিসেবে আন্তর্জাতিক টি-২০তে ২০০০ রান সম্পন্ন করেন।
এদিন অবসর ঘোষণার পর মিতালী জানিয়েছেন, এখন তিনি পুরো মনসংযোগ ২০২১ সালে হতে চলা একদিনের বিশ্বকাপের ওপর রাখতে চান। তিনি বলেন, দেশের হয়ে একদিনের বিশ্বকাপ জয় আমার কাছে একটা স্বপ্ন। আমি নিজের সেরাটা দিতে চাই। আমি বিসিসিআই-কে তাদের নিরন্তর সমর্থনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। একইসঙ্গে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজে আমি ভারতীয় দলকে আগাম শুভেচ্ছা জানাতে চাই।