মিতালি রাজের বিশ্বরেকর্ড, পুনম রাউতের ছবি দিয়ে অভিনন্দন কোহলির, পরে ডিলিট
গতকালের ম্যাচে ভারত অবশ্য আট উইকেটে হেরে গিয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশার্লট ১৯১ ম্যাচে ১৮০ ইনিংসে ৩৮.১৬ গড়ে করেছেন ৫,৯৯২ রান।
এটি ছিল তাঁর ১৮৩ তম ম্যাচ ও ১৬৪ তম ইনিংস। এই ম্যাচে ১১৪ বলে ৬৯ রান করেন তিনি। ৫১.৮৩ গড়ে মিতালির সংগ্রহ ৬,০৬১ রান। তাঁর কেরিয়ারে রয়েছে পাঁচটি সেঞ্চুরি ও ৪৯ টি অর্ধশতরান।
মিতালি গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের প্রথম ইনিংসে ২৯ তম ওভারের চতুর্থ বলে একরান নিয়ে ক্রিকেট ইতিহাসে নিজের নাম তুলে ফেলেন। এই ম্যাচের আগে রেকর্ড থেকে ৩৪ রান দূরে ছিলেন মিতালি।
কোহলি তাঁর ফেসবুকে লেথেন, ভারতীয় ক্রিকেটের এক গৌরবজনক মুহূর্ত। মিতালি একদিনের ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহের নজির গড়েছেন। ফেসবুক ছাড়াও ট্যুইটার মারফত্ও কোহলি মিতালিকে অভিনন্দন জানিয়েছেন।
কিন্তু অভিনন্দন জানাতে গিয়ে কোহলি একটি ভুল করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিতালিকে অভিনন্দন জানাতে গিয়ে কোহলি একটি ছবিও শেয়ার করেন। কিন্তু সেই ছবি মিতালির নয়, মেয়ের দলেরই ক্রিকেটার পুনম রাউতের। পরে ওই ছবি সরিয়ে দেন কোহলি।
মিতালির এই অসাধারণ কৃতিত্বকে কুর্ণিশ করছে সারাদেশ। ভারতের পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিও মিতালিকে অভিনন্দন জানিয়েছেন।
ভারতের মেয়েদের ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে অসাধারণ রেকর্ড গড়লেন। একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি রান সংগ্রহের নজির গড়লেন তিনি। মিতালি ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডসকে পিছনে ফেলেছেন। শার্লটের রান ৫,৯৯২।মিতালির সংগ্রহ ৬০৬১ রান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -