নয়াদিল্লি: একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সাউথ আফ্রিকাকে ৬ রানে হারিয়ে বিজয়ী হয়েছে ভারতীয় ক্রিকেটের মহিলা দল। ভদোদরার রিলায়েন্স স্টেডিয়ামে সাউথ আফ্রিকার সঙ্গে ৩-০ ব্যবধানে ক্রিকেট সিরিজ জিতে নেয় ভারত। এই ম্যাচটির হাত ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে ২০ বছর পূর্ণ করেন মহিলা দলের অধিনায়ক মিতালি রাজ।

সম্প্রতি টুইটারে কথা বলার ভাষা নিয়ে আক্রমণ করা হয় মিতালি রাজকে। ট্যুইটিতে লেখা হয়, ‘তামিল ভাষা জানেন না মিতালি রাজ। তিনি ইংরাজী, তেলেগু বা হিন্দিতে কথা বলবেন নিশ্চয়ই।’




এই ট্যুইটের যোগ্য জবাব দেন মিতালি। তিনি টুইটারে লেখেন, ‘তামিল আমার মাতৃভাষা। আমি বেশ ভালোভাবেই তামিল বলতে পারি। আমি তামিলনাড়ু, সর্বোপরি ভারতে বসবাস করার জন্য গর্ববোধ করি। সমালোচনা সম্পর্কে তিনি লেখেন, এর থেকেই তিনি এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পান।’




সবচেয়ে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলার তালিকায় সচিন তেন্ডুলকর, সনৎ জয়সুতরিয়া, জাভেদ মিঁয়াদাদের সঙ্গে এবার তালিকাভুক্ত হল মিতালি রাজের নামও। ২০ বছর পূর্ণ করার উপলক্ষ্যে মাঠেই কেক কাটেন তিনি।