নয়াদিল্লি: আবার ট্রোলদের টার্গেট ভারতীয় মহিলা দলের অধিনায়ক মিতালি রাজ। টুইটারে একটি পুরনো ছবি শেয়ার করেন তিনি। তাতে তাঁকে দেখা যাচ্ছে ৪ ক্রিকেটারের সঙ্গে। এরপরেই কয়েকটি টুইটার হ্যান্ডল থেকে তাঁকে বলা হয়, ওই ছবি ডিলিট করুন। আপনার ইমেজের সঙ্গে যায় না। যদিও বেশিরভাগ টুইটার ইউজারই মিতালির পাশে দাঁড়িয়েছেন। বলেছেন, মিতালি কী পরবেন না পরবেন, সেটা একান্তই তাঁর নিজের সিদ্ধান্ত।