দুবাই: মিতালি রাজের জন্য সুখের সময় চলছেই। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে পরপর ৩ ওয়ান ডে ম্যাচে ৩টি অর্ধশতরান হাঁকিয়েছিলেন। আর তার পুরস্কারও পেয়ে গেলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক। আইসিসি র্যাঙ্কিংয়ে ১ নম্বরে উঠে এলেন ৩৮ বছরের মিতালি।
ইংল্যান্ড সফরে ওয়ান ডে সিরিজে হারতে হয়েছিল ভারতকে। যদিও শেষ ম্যাচে জয় ছিনিয়ে নেয় ভারত। মিতালি প্রথম ওয়ান ডে ম্যাচে করেছিলেন ৭২ রান। দ্বিতীয় ম্যাচে করেছিলেন ৫৯ রান। আর তৃতীয় ম্যাচে একেবারে দলকে জিতিয়ে অপরাজিত ৭৫ রানের ইনিংস খেলে মাঠ ছাড়েন মিতালি।
সবচেয়ে বড় কথা হল, ওয়ান ডে সিরিজ শুরুর আগে ব্যাটসম্যানদের তালিকায় ৮ নম্বরে ছিলেন মিতালি। কিন্তু গোটা সিরিজে তাঁর ধারাবাহিকতাই তাঁকে এই পুরস্কার এনে দিল। মোট ২০৬ রান সিরিজে করেছিলেন মিতালি। ভারতীয় দলের হয়ে যা সর্বোচ্চ।
২০০৫ সালে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ৯১ রানের ইনিংস খেলার পর প্রথমবারের জন্য ১ নম্বর স্থানে উঠে এসেছিলেন মিতালি। কিছুদিন আগেই মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানের মালকিন হয়েছিলেন মিতালি রাজ। পুরুষদের ক্রিকেটে যেমন সচিন তেন্ডুলকর সর্বাধিক রানের মালিক। তেমনই মিতালিও পুরুষদের ক্রিকেটে এখন সর্বাধিক রানের অধিকারী মিতালি। টেস্ট ক্রিকেট ও ওয়ান ডে ক্রিকেটেই এখনও খেলেন মিতালি। টি-টোয়েন্টি ফর্ম্যাট থেকে অনেক বছর আগেই অবসর নিয়ে নিয়ছিলেন তিনি।
মিতালি ছাড়াও এগিয়েছেন মহিলা ক্রিকেট দলের আরেক ক্রিকেটার শেফালি ভার্মা। ওয়ান ডে সিরিজের শেষ ২ ম্যাচে শেফালির ব্যাট থেকে এসেছিল যথাক্রমে ৪৪ ও ১৯ রান। যার ফলে র্যাঙ্কিংয়ে ৪৯ ধাপ এগিয়ে এই মুহূর্তে ৭১ নম্বর রয়েছেন ভারতের এই ওপেনার। বোলিং লাইন আপে ঝুলন গোস্বামী চারধাপ এগিয়ে ৫৩ নম্বর রয়েছেন। অলরাউন্ডার দীপ্তি শর্মা বোলারদের তালিকায় ১২ নম্বর উঠে এসেছেন।
ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের ওপেনার উইনফিল্ড হিল ১৪ ধাপ এগিয়ে ৪১ নম্বর পজিশনে রয়েছেন।