নয়াদিল্লি: ভারতীয় মহিলা ক্রিকেট দলের সবচেয়ে অভিজ্ঞ সদস্য মিতালি রাজের সঙ্গে সম্পর্ক ভাল না থাকার কথা স্বীকার করে নিয়েছেন কোচ রমেশ পওয়ার। এমনই জানালেন বিসিসিআই-এর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা। তিনি সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, ‘রমেশ স্বীকার করেছেন, মিতালির সঙ্গে তাঁর পেশাগত সম্পর্কে চিড় ধরেছে। কারণ, তাঁর মনে হয়েছে মিতালি নির্লিপ্তভাবে থাকেন এবং তাঁকে সামলানো কঠিন। রমেশ আরও বলেছেন, খারাপ স্ট্রাইক রেটের জন্যই ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে মিতালিকে বাদ দেওয়া হয়। তাছাড়া টিম ম্যানেজমেন্ট উইনিং কম্বিনেশনও ধরে রাখতে চাইছিল। স্ট্রাইক রেট খারাপ হলে আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে কেন মিতালিকে কেন দলে রাখা হয়েছিল, সেই প্রশ্নের কোনও জবাব দিতে পারেননি রমেশ। তিনি দলের সবচেয়ে সিনিয়র খেলোয়াড়ের প্রতি উদাসীন থাকার কথাও স্বীকার করে নিয়েছেন।’
সদ্যসমাপ্ত মহিলা টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে মিতালি বাদ পড়ার পর থেকেই বিতর্ক তৈরি হয়েছে। বিসিসিআই সিইও রাহুল জোহরি ও জেনারেল ম্যানেজার (ক্রিকেট অপারেশনস) সাবা করিমকে ই-মেল করে মিতালি অভিযোগ এনেছেন, টি-২০ বিশ্বকাপের সময় তাঁকে অপমান করেন পওয়ার। দল থেকে বাদ পড়ার পর তিনি কেঁদে ফেলেছিলেন বলেও জানান এই ক্রিকেটার। এরপরেই রাহুল ও সাবার সঙ্গে দেখা করেন রমেশ। মিতালিকে বাদ দেওয়ার জন্য বাইরে থেকে চাপ এসেছিল কি না, সেই প্রশ্নও করা হয় কোচকে। তিনি কোনও ফোন পাওয়ার কথা অস্বীকার করলেও, দলের ম্যানেজার তৃপ্তি ভট্টাচার্য ও নির্বাচক সুধা শাহের সঙ্গে বিসিসিআই-এর এক ক্ষমতাশালী কর্তার যোগাযোগ থাকার কথা জানিয়েছেন।
রমেশ ছাড়াও বিসিসিআই-এর প্রশাসক কমিটির সদস্যা ডায়না এডুলজির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনেছেন মিতালি। ডায়না অবশ্য এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি।
মিতালি নির্লিপ্তভাবে থাকত, ওকে সামলানো কঠিন, বিসিসিআই-কে জানালেন মহিলা দলের কোচ রমেশ পওয়ার
Web Desk, ABP Ananda
Updated at:
28 Nov 2018 08:00 PM (IST)
ফাইল ছবি
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -