ভুবনেশ্বর: আজ থেকে শুরু হল ১৪-তম হকি বিশ্বকাপ। এই প্রতিযোগিতা উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। তিনি বলেছেন, ‘হকি বিশ্বকাপের সময় সুন্দর ডাকটিকিট প্রকাশ করায় আমি ডাক বিভাগকে ধন্যবাদ জানাতে চাই।’
ওড়িশার চিফ পোস্টমাস্টার জেনারেল জলেশ্বর কানহর জানিয়েছেন, কলিঙ্গ স্টেডিয়ামে একটি বিশেষ স্টল খোলা হয়েছে। সেখান থেকে এই ডাকটিকিট সংগ্রহ করতে পারবেন সাধারণ মানুষ। এই ডাকটিকিটের প্রচারের লক্ষ্যে কেওনঝড়ে ১৫ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত প্রদর্শনীর ব্যবস্থা করা হচ্ছে।
হকি বিশ্বকাপের স্মারক ডাকটিকিট প্রকাশ নবীন পট্টনায়েকের
Web Desk, ABP Ananda
Updated at:
28 Nov 2018 05:50 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -