লন্ডন: চার টেস্টের সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ২১১ রানে হারিয়ে ১-০ এগিয়ে গেল ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে অসাধারণ পারফরম্যান্স দেখালেন অফস্পিনার মইন আলি। তিনি ৫৩ রান দিয়ে নিলেন ৬ উইকেট। প্রথম ইনিংসে ৫৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন মইন। মোট ১০ উইকেট নিয়ে তিনিই ম্যাচের সেরা। অধিনায়ক হিসেবে প্রথম টেস্টেই বড় জয় পেলেন জো রুট। ১৯৬০ সালের পর এই প্রথম লর্ডস টেস্টে দক্ষিণ আফ্রিকাকে হারাল ইংল্যান্ড।
এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৪৫৮ রান করে ইংল্যান্ড। রুট (১৯০) অল্পের জন্য দ্বিশতরান হাতছাড়া করেন। শতরান হাতছাড়া করেন মইন (৮৭)। অর্ধশতরান করেন বেন স্টোকস (৫৬)। জবাবে ৩৬১ রানে শেষ হয় দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস।
দ্বিতীয় ইনিংসে ২৩৩ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। অ্যালেস্টার কুক করেন ৬৯ রান। ৩৩১ রানের টার্গেট তাড়া করতে নেমে চতুর্থ দিন মইনের দাপটে মাত্র ১১৯ রানেই অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। শুক্রবার থেকে নটিংহ্যামে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
মইন আলির অসাধারণ বোলিং, ৫৭ বছর পরে লর্ডসে দক্ষিণ আফ্রিকাকে হারাল ইংল্যান্ড
Web Desk, ABP Ananda
Updated at:
10 Jul 2017 10:07 AM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -