কিংস্টন: এভিন লিউইসের ৬২ বলে ১২৫ রানের অপরাজিত ইনিংসের সুবাদে সিরিজের একমাত্র টি-২০ ম্যাচে ভারতকে ৯ উইকেটে হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৯০ রান করার পরে ক্রিস গেইলকে (১৮) অল্প রানে ফিরিয়ে দিয়ে জয়ের স্বপ্ন দেখছিল ভারত। কিন্তু লিউইসের বিস্ফোরক ইনিংস ভারতের জয়ের আশা শেষ করে দেয়।
একদিনের সিরিজ জয়ের পর টি-২০ ম্যাচেও জয়ের লক্ষ্যেই খেলতে নেমেছিল বিরাট কোহলির দল। অধিনায়ক নিজে এই ম্যাচে শিখর ধবনের সঙ্গে ওপেন করতে নামেন। বিরাটের ৩৯ ও ধবনের ২৩ রানের সুবাদে ইনিংসের শুরুটা দুর্দান্ত করেছিল ভারত। ঋষভ পন্থ (৩৮) ও দীনেশ কার্তিকও (৪৮) ভাল ব্যাটিং করেন। কিন্তু এরপর আর কেউ রান পাননি। ফলে ভারতের রান ২০০ হয়নি।
ব্যাট করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন লিউইস। গেইল সেই তুলনায় নিষ্প্রভ ছিলেন। কুলদীপ যাদব তাঁকে ফিরিয়ে দেন। কিন্তু এরপর আর সাফল্য পায়নি ভারত। মার্লন স্যামুয়েলস ৩৬ রানে অপরাজিত থাকেন।
লিউইসের দুরন্ত শতরান, টি-২০ ম্যাচে ৯ উইকেটে হার ভারতের
Web Desk, ABP Ananda
Updated at:
10 Jul 2017 08:43 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -