নয়াদিল্লি: বিরাট কোহলির মুখে নিজের প্রশংসা শুনে অভিভূত মহম্মদ আমির। বিরাট সম্প্রতি এক সাক্ষাত্কারে কবুল করেছেন, আন্তর্জাতিক ক্রিকেটে যেসব বোলারকে খেলতে সবচেয়ে অসুবিধা হয়েছে তাঁর, তাঁদের অন্যতম ওই পাকিস্তানি তরুণ পেসার। তারই প্রতিক্রিয়া এল আমিরের দিক থেকে।


বিরাট যে চ্যাট শো-তে আমিরের ভূয়সী প্রশংসা করেন, সেখানে বলিউড তারকা আমির খানও ছিলেন। বিরাট বলেন, সাম্প্রতিক কালে পাকিস্তানের মহম্মদ আমির বিশ্বের সেরা দু-তিন বোলারের মধ্যে আসবে। কেরিয়ারে এপর্যন্ত যতজন সবচেয়ে কঠিন বোলারকে খেলেছি, তাঁদের একজন ও। ওকে খেলার সময় নিজের সর্বোচ্চ স্তরে থাকতে হবে, নইলে ও আঘাত হানবেই। অসাধারণ, দারুণ বোলার!



আর আমির বিরাটের এই সার্টিফিকেট পেয়ে আপ্লুত। উইজডেন ইন্ডিয়াকে বলেছেন, দুনিয়া জানে কোহলি সবার সেরা। ওর বিরুদ্ধে নিজের সেরাটা বের করে দিতে হবে। ওকে সুযোগ দিলেই ম্যাচ বের করে নিয়ে যাবে, যেমন করেছিল ঢাকার এশিয়া কাপ ম্যাচে। তাই ওকে কাবু করতে নিজের সেরাটা প্রয়োগ করতে হবে। রান তাড়া করার দৌড়ে নেমে সবচেয়ে সেরা রেট, গড় পেয়েছে ও। বিশ্বের সব বোলারের সবচেয়ে বড় চ্যালেঞ্জও ও-ই।

বিরাটের মতো ব্যাটসম্যানদের বিরুদ্ধে বল করতে আরও ভাল বোলার হয়ে ওঠা যায় বলেও অভিমত জানিয়েছেন আমির।

বলেছেন, এটা ওর মহানুভবতা যে ও এভাবে আমার প্রশংসা করেছে। আমি অভিভূত। কলকাতায় ব্যাট উপহার দিয়েছিল আমায়, চিরসবুজ থাকবে সেই স্মৃতি।

বিরাটের আমিরের প্রশংসা এই প্রথম নয়। ২০১৬-য় এশিয়া কাপের প্রাক্কালে বিরাট বলেছিলেন, আমিরকে মাঠে ফিরতে দেখে আমি খুশি। ভুল উপলব্ধি করে নিজেকে শুধরে ফিরে এল। সবসময়ও ও একজন অসাধারণ বোলার।

প্রসঙ্গত, ২০১০ সালে ম্যাচ গড়াপেটা কেলেঙ্কারিতে ধরা পড়ে আমির ও পাক দলের নামী পেসার মহম্মদ আসিফ ও তত্কালীন পাক অধিনায়ক সলমন বাট নির্বাসিত হন। ৫ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে গত বছরে প্রত্যাবর্তন হয় আমিরের।