নয়াদিল্লি: ম্যাচ গড়াপেটা ও স্পট-ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন বাংলাদেশের ব্যাটসম্যান মহম্মদ আশরাফুল। সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে সোমবার। এরপর ফের জাতীয় দলে প্রত্যাবর্তনের আশা করছেন এই ক্রিকেটার। তিনি একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি দীর্ঘদিন ধরে ১৩ অগাস্ট, ২০১৮ দিনটির অপেক্ষায় আছি। পাঁচ বছর আগে আমি গড়াপেটার কথা স্বীকার করেছিলাম। আমি গত দু’টি মরসুমে ঘরোয়া ক্রিকেট খেলেছি। আমার মনে হয়, আমি জাতীয় দলে প্রত্যাবর্তনের দাবিদার।’
২০১৩ সালে ঘরোয়া টি-২০ প্রতিযোগিতায় ম্যাচ গড়াপেটার দায়ে নির্বাসিত হন আশরাফুল। তবে ২০১৬ মরসুম থেকে তাঁকে ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২০১৭-১৮ মরসুমে ভাল পারফরম্যান্স দেখিয়েছেন ৩৪ বছর বয়সি এই ডানহাতি ব্যাটসম্যান। সেই কারণেই তিনি ফের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাওয়ার আশা করছেন।
সোমবার শেষ হচ্ছে ৫ বছরের নিষেধাজ্ঞা, ফের বাংলাদেশের হয়ে খেলার আশায় মহম্মদ আশরাফুল
Web Desk, ABP Ananda
Updated at:
10 Aug 2018 09:24 PM (IST)
ফাইল ছবি
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -