নয়াদিল্লি: আধুনিক ক্রিকেটের অন্যতম বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল নিজেকে টি-২০ ফর্ম্যাটের সর্বকালের সেরা খেলোয়াড় বলে দাবি করলেন। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘অন্য দু’টি ফর্ম্যাটে কী করেছি, সেটা আমার মনে নেই। তবে অনেকেই বলে, ক্রিস গেইল সর্বকালের সেরা টি-২০ খেলোয়াড়। আমিও এই কথাটা ভাবি। আমার মনে হয়, ওরা ঠিকই বলে। টি-২০ ক্রিকেটে কে সেরা খেলোয়াড়, সেটা নিয়ে কোনও বিতর্ক নেই। টেস্ট ক্রিকেট ও একদিনের ক্রিকেটে বিতর্ক আছে। সেই কারণেই আমি ইউনিভার্স বস। আমিই গ্রেটেস্ট।’
গেইলের এই দাবি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ, এই ক্যারিবিয়ান তারকা টি-২০ ফর্ম্যাটে ১১ হাজারেরও বেশি রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট দেড়শোর কাছাকাছি। ৩৩৬টি টি-২০ ম্যাচ খেলেছেন গেইল। ফলে তাঁকে এই ফর্ম্যাটে সেরা বলে মানতে ক্রিকেট বিশেষজ্ঞদের অসুবিধা হওয়ার কথা নয়।
সর্বকালের সেরা টি-২০ ক্রিকেটার কে? জানালেন ক্রিস গেইল
Web Desk, ABP Ananda
Updated at:
10 Aug 2018 07:40 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -