দুবাই: অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে পাকিস্তানের অফস্পিনার মহম্মদ হাফিজের বল করার উপর নিষেধাজ্ঞা জারি করল আইসিসি। আজ আইসিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, বল করার সময় হাফিজের হাত ১৫ ডিগ্রির বেশি ভাঙছে। সেই কারণেই অবৈধ বোলিং নিয়মের ১১.১ ধারা অনুসারে হাফিজের বল করার উপর নিষেধাজ্ঞা জারি করা হল। এখন থেকে শুধু আন্তর্জাতিক ম্যাচেই নয়, ঘরোয়া ম্যাচগুলিতেও বল করতে পারবেন না এই স্পিনার।
এর আগেও দু’বার হাফিজের বল করার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল আইসিসি। দু’বছরের মধ্যে দ্বিতীয়বার অবৈধ বোলিং অ্যাকশন ধরা পড়ার কারণে ২০১৫ সালের জুলাইয়ে তাঁকে ১২ মাসের জন্য নির্বাসিত করা হয়। কিন্তু তারপরেও বোলিং অ্যাকশন শুধরে নিতে না পারায় ফের তাঁর উপর নিষেধাজ্ঞা জারি করা হল।
হাফিজ শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ১৮ অক্টোবর। আবু ধাবিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে হাফিজের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়ার ও ম্যাচ রেফারি। এ মাসের এক তারিখ লাফবরো বিশ্ববিদ্যালয়ে তাঁর বোলিং অ্যাকশন পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় বোলিং অ্যাকশন অবৈধ বলে দেখা গিয়েছে। সেই কারণেই নিষেধাজ্ঞা জারি করা হল। হাফিজ অবশ্য ফের বোলিং অ্যাকশন পরীক্ষা করার জন্য আবেদন জানাতে পারবেন।
অবৈধ অ্যাকশন, মহম্মদ হাফিজের বোলিংয়ে নিষেধাজ্ঞা আইসিসি-র
Web Desk, ABP Ananda
Updated at:
16 Nov 2017 06:56 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -