‘কোহলিকে নকল করতে চাইছেন!’, ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় পাক ক্রিকেট অনুরাগীদের নিশানায় মহম্মদ হাফিজ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Sep 2019 09:37 PM (IST)
চলতি বছরটা একেবারেই ভালো যাচ্ছে না পাকিস্তানের ক্রিকেটার মহম্মদ হাফিজের। ইংল্যান্ডে বিশ্বকাপে তাঁর পারফরম্যান্স একেবারেই পাতে দেওয়ার মতো ছিল না।
করাচি: চলতি বছরটা একেবারেই ভালো যাচ্ছে না পাকিস্তানের ক্রিকেটার মহম্মদ হাফিজের। ইংল্যান্ডে বিশ্বকাপে তাঁর পারফরম্যান্স একেবারেই পাতে দেওয়ার মতো ছিল না। তার ওপর এবারের পাক ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাননি তিনি। এমনকি শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে পাক স্কোয়াডেও তাঁকে নেওয়া হয়নি। এখন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট কিটস অ্যান্ড নেভিস পেট্রিয়টসের হয়ে খেলছেন। এরইমধ্যে গতকাল পাক অলরাউন্ডার তাঁর হোটেল রুম থেকে সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি আপলোড করেছেন। ছবির ক্যাপশনে লিখেছেন, সেন্ট লুসিয়ায় অস্তগামী সূর্যের আসাধারণ দৃশ্য। আর এই ছবি নিয়ে পাকিস্তানের ক্রিকেট অনুরাগীদের তীব্র কটাক্ষের মুখে পড়েছেন হাফিজ। কেউ কেউ তো আবার তাঁকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে নকল না করার পরামর্শও দিয়েছেন।