দুবাই: পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচে স্পট-ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে এবার সাসপেন্ড হলেন মহম্মদ ইরফান। সাত ফুট এক ইঞ্চি উচ্চতার এই বাঁ হাতি পেসার ইসলমাবাদ ইউনাইটেড দলের হয়ে পেশোয়ার জালমির বিরুদ্ধে এবারের পিএসএল-এর প্রথম ম্যাচে খেলেন। সেই ম্যাচে তিনি দুটি উইকেটও নেন। এরপরেই তাঁকে সাসপেন্ড করে দুর্নীতি দমন শাখা। বিস্তারিত তদন্তের জন্য ইরফানকে দুবাই থেকে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকালই ইরফানের দুই সতীর্থ শারজিল খান ও খালিদ লতিফকে দু বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। একই ঘটনায় জড়িত থাকার দায়ে এবার সাসপেন্ড হলেন ইরফান। স্পট-ফিক্সিংকাণ্ডে আরও কোনও ক্রিকেটার জড়িত আছেন কি না, সে বিষয়ে তদন্ত চলছে।
পাকিস্তান ক্রিকেটে ফের স্পট-ফিক্সিংয়ের কালো ছায়া পড়ায় পিসিবি-কে একহাত নিয়েছেন প্রাক্তন তারকা জাভেদ মিঁয়াদাদ। তাঁর দাবি, অতীতে স্পট-ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে নির্বাসিত হওয়া মহম্মদ আমিরকে জাতীয় দলে ফেরানোর ফলেই এই ঘটনা ঘটেছে। আমিরকে জাতীয় দলে ফিরতে দেখে অন্যরাও স্পট-ফিক্সিংয়ের বিষয়ে উৎসাহিত হচ্ছেন।
পিএসএল-এ স্পট-ফিক্সিংয়ে এবার জড়াল মহম্মদ ইরফানের নাম
Web Desk, ABP Ananda
Updated at:
11 Feb 2017 02:22 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -