নয়াদিল্লি: ক্রিকেট শুধু খেলা নয়। এটা একটা ধর্ম। আর সেই ধর্মপ্রাণ ভারতীয় সকাল, সন্ধ্যা, রাত, ভোর শুধু মাত্র একটাই জপ করে ‘ক্রিকেট আর ক্রিকেট’। সুনীল গাওস্কর, কপিল দেব, সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিংহ ধোনি থেকে বিরাট কোহলি, এঁরা প্রত্যেকেই ‘ক্রিকেট ধর্মের দেবতা’ হয়ে উঠতে পেরেছেন স্রেফ একটাই কারণে, ভারতীয়দের ক্রিকেট অনুরাগ এবং ক্রিকেট পুজো। সম্প্রতি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, যা দেখার পর আপনিও বলবেন, ‘ক্রিকেট স্রেফ খেলা নয়, শতকোটি ভারতীয়র ধর্মও’।



মা বল করছেন। আর প্লাস্টিকের ব্যাট হাতে একের পর ড্রাইভ করছে একরত্তি ছেলে। বল দূরে চলে যাচ্ছে, মা আবার তা কুড়িয়ে নিয়ে এসে বল করছে। স্টান্ট নিয়ে তৈরি ছেলে আবার বাউন্ডারি হাঁকাচ্ছে। মা ও ছেলের এই ক্রিকেটের ভিডিও-ই এখন সোশ্যাল মিডিয়ার ‘টপ ট্রেন্ডিং’। ভারতের ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের নায়ক মহম্মদ কাইফ এই ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘মা বল করছে, সন্তান ব্যাটি করছে। এককথায় সুন্দর।’ কাইফের এই ভিডিও-র প্রসংসা এখন সর্বত্র। সংবাদমাধ্যমের নজরে আসতে বাহবা পাচ্ছেন প্রাক্তন এই ক্রিকেটারও।