নয়াদিল্লি: ক্রিকেটের কিংবদন্তী সচিন তেন্ডুলকরকে ‘কৃষ্ণ’ বলে উল্লেখ করলেন তাঁর একসময়ের সতীর্থ মহম্মদ কাইফ। তিনি ট্যুইটারে সচিনের সঙ্গে একটি ছবি দিয়ে লিখেছেন, ‘প্রভু কৃষ্ণর সঙ্গে আমি সুদামা।’ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ছবি। অনেকেই কাইফের প্রশংসা করছেন।



২০১৮ সালের ১৩ জুলাই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন কাইফ। তিনি ভারতের অন্যতম সেরা ফিল্ডার। ব্যাটসম্যান হিসেবেও তিনি যথেষ্ট সফল। ২০০২ সালের ১৩ জুলাই ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে তাঁর ম্যাচ জেতানো ইনিংস ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম স্মরণীয় ঘটনা। ১২৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ২,৭৫৩ রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান। তাঁর গড় ৩২.০১ এবং শতরান দু’টি। টেস্টে ১৩ ইনিংসে একটি শতরান সহ ৩২৪ রান করেন তিনি।