নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় আফগানিস্তানের অলরাউন্ডার মহম্মদ নবির মৃত্যুর যে খবর ছড়িয়ে পড়েছিল, সেটি আসলে ভুয়ো। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ট্যুইট করে দলের সঙ্গে কাবিল স্টেডিয়ামে নবির অনুশীলন করার ছবি দেওয়া হয়। পরে নবিও ট্যুইট করে জানান, ‘আমি ভাল আছি। আমার মৃত্যু হয়েছে বলে যে খবর রটেছিল সেটি ভুয়ো।’
বাংলাদেশের বিরুদ্ধে খেলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন নবি। তবে তিনি সীমিত ওভারের ম্যাচ খেলছেন। এরই মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর রটে যায়। ফলে বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীরা শোকাহত হয়ে পড়েন। তবে শেষপর্যন্ত জানা গেল, সেই খবর শুধুই গুজব।