নয়াদিল্লি: করোনার আক্রান্ত হওয়ার ফলে ভারত-অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পেয়েও খেলতে পারেননি মহম্মদ শামি (Mohammad Shami)। চলতি ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজেও (IND vs SA T20) নেই তারকা ফাস্ট বোলার। তবে করোনা সারিয়ে বর্তমানে সুস্থ শামি। শুধু সুস্থই নয়, ইতিমধ্যেই তিনি মাঠেও নেমে পড়েছেন।
শামির অনুশীলন
আজ, রবিবার (২ অক্টোবর) শামি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এক ভিডিও শেয়ার করেন করেছেন। সেই ভিডিওতে শামিকে নেটে বল হাতে পূর্ণ রান আপ নিয়ে ছুটে আসতে দেখা যাচ্ছে। সম্ভবত নিজের গ্রামের কোনও মাঠেই শামি সম্পূর্ণ ফিট হয়ে বল হাতে অনুশীলন সারতে নেমে পড়েছেন। আর অনুশীলনে নেমেই চেনা ছন্দে দেখা গেল ফাস্ট বোলারকে। নিজের পোস্টের ক্যাপশনে শামি লেখেন, 'সফর অব্যাহত।' নিখুঁত লাইন এবং লেংথের বলে শামি ছিটকে দিলেন স্টাম্প। শামির মতো জসপ্রীত বুমরাও প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজে খেলছেন না। তাঁর পিঠে চোট।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও বুমরার অংশগ্রহণ করা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। অবশ্য সরকারিভাবে এখনও কিছুই জানানো হয়নি। তবে বুমরা ছিটকে গেলে শামি বিশ্বকাপে ভারতীয় দলে ডাক পান কি না, সেটাই দেখার বিষয়। তারকা ফাস্ট বোলার ভারতের মূল বিশ্বকাপ স্কোয়াডে না থাকলেও, তিনি দলের রিজার্ভে রয়েছেন। তাই বুমরা একান্তই বিশ্বকাপে খেলতে না পারলে অস্ট্রেলিয়ার টিকিট পেতে পারেন শামি। আদপেও তিনি সুযোগ পাবেন কি না, তা অবশ্য সময়ই বলবে।
আরও পড়ুন: হার্দিককে পিছনে ফেলে ধোনি, কোহলিদের বিশেষ তালিকায় সামিল হওয়ার হাতছানি সূর্যকুমারের সামনে