লন্ডন: ইংল্যান্ডের বিরুদ্ধে লন্ডনের (London) ওভালে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। সুইং সহায়ক পরিবেশে রোহিতের এই সিদ্ধান্তটা যে কতটা সঠিক ছিল. তা হাতেনাতে প্রমাণ করে দিলেন ভারতের ফাস্ট বোলাররা।


তিন উইকেট শামির


ইংল্যান্ডকে মাত্র ১১০ রানেই অল আউট করে দেয় ভারত। বল হাতে ইংল্যান্ড ব্যাটিং লাইন আপে ধ্বস নামানো শুরু করেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। দ্বিতীয় ওভারেই জেসন রয় এবং জো রুটকে সাজঘরে ফেরান বুমরা। এর পরের ওভারে বেন স্টোকসকে ফিরিয়ে ইংল্যান্ডকে আরও চাপে ফেলে দেন মহম্মদ শামি (Mohammed Shami)। শুরুতেই দলের তারকাখচিত টপ অর্ডার এমনভাবে ফ্লপ করার পর, আর সেই ধাক্কা সামলে উঠতে পারেনি ইংল্যান্ড। পরিণামে ১১০ রানে গুটিয়ে যায় তারা। শামি জস বাটলার এবং ক্রেগ ওভারটনকেও সাজঘরে ফেরান। সাত ওভারে ৩১ রান খরচ করে তাঁর মোট সংগ্রহ তিন উইকেট।


দ্রুততম ভারতীয় হিসাবে ১৫০ উইকেট


এর জেরেই নিজের ওয়ান ডে কেরিয়ারে ১৫০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করলেন ভারতের তারকা বোলার। গড়ে ফেললেন নজিরও। দ্রুততম ভারতীয় বোলার হিসাবে শামি ১৫০ ওয়ান ডে উইকেট নিলেন। তিনি ৮০টি ম্যাচ খেলে এই কৃতিত্ব অর্জন করেন। শামির অজিত আগরকরের রেকর্ড ভাঙলেন। আগরকর ৯৭ ম্যাচ খেলে ১৫০ উইকেট নিয়েছিলেন। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন জাহির খান। তিনি ১০৩ ম্যাচ খেলে ১৫০ ওয়ান ডে উইকেট নিয়েছিলেন।






এমনিতে শামি যুগ্মভাবে তৃতীয় দ্রুততম বোলার হিসাবে ১৫০ উইকেট নিলেন। মিচেল স্টার্ক মাত্র ৭৭ ম্যাচ খেলে ১৫০ উইকেট নিয়েছিলেন। তাঁর থেকে এক ম্যাচ বেশি খেলে এই কৃতিত্ব গড়েন পাকিস্তানের তারকা স্পিনার সাকলিন মুস্তাক। তাদের পরেই রশিদ খানের সঙ্গে যুগ্মভাবে তৃতীয় দ্রুততম হিসাবে এই মাইলফলক স্পর্শ করলেন শামি। এই তালিকায় চতুর্থ স্থানে ট্রেন্ট বোল্ট ও পঞ্চম স্থানে ব্রেট লি রয়েছেন। তাঁরা যথাক্রমে ৮১ ও ৮২ ম্যাচে ১৫০ ওয়ান ডে উইকেট নেন।


আরও পড়ুন: ১১০ রানেই গুটিয়ে গেল ইংল্য়ান্ডের ইনিংস, নজির বুমরার