নয়াদিল্লি:ভারতীয় দলের পেস বোলিং অ্যাটাকের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছেন মহম্মদ সামি। ২০১৩-তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক হয়েছিল তাঁর। তারপর থেকে ভারতের বোলিং অ্যাটাকের ভরসা হয়ে উঠেছেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টে ভারত জয়ী হয়েছে। ওই ম্যাচের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ২১৩ রানে গুটিয়ে যায়। সামি নেন চার উইকেট। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল মাত্র ১৫০ রান।


বর্তমান ফর্মের নিরিখে সামিকেই সেরা বোলার আখ্যা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ডেইল স্টেইন। ট্যুইটারে অনুরাগীদের সঙ্গে কথা বলতে গিয়ে এ কথা বলেছেন স্টেইন। এক অনুরাগী তাঁকে প্রশ্ন করেন, এই সময়ের সেরা বোলার তাঁর মতে কে। জবাবে স্টেইন বলেন, বর্তমান ফর্মের নিরিখে সামি।




সামির বোলিং দক্ষতায় মুগ্ধ ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সুনীল গাওস্কর। তিনি সামিকে শিকারের জন্য প্রস্তুত চিতাবাঘের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, ও যখন দৌড়ে আসে...তখন মনে হয় একটা চিতাবাঘ যেন শিকার করতে যাচ্ছে।

প্রাক্তন ব্যাটিং কিংবদন্তী সামির দুই দিকে বল সুইংয়ের দক্ষতা সম্পর্কে  বলেছেন, ওর সিম পজিশন ও রিস্ট পজিশন খুব ভালো। শেষ মুহুর্তে একটা আঙুলের ছোট্ট একটা মোচড়ে বল বাইরের দিকে যায় আর তর্জনীর মোচড়ে বল ভেতরে আনে। এই দক্ষতা অনুশীলনের মাধ্যমে অর্জন করেছে।

দুরন্ত ফর্মে রয়েছেন ২৯ বছরের সামি, চলতি মরশুমে সমস্ত ফরম্যাট মিলিয়ে তাঁর সংগ্রহ ৬৮ উইকেট। তাঁর থেকে চলতি বছরে বেশি উইকেট রয়েছে প্যাট কামিন্সের দখলে (৮৩)।

দুরন্ত বোলিংয়ের জন্য আইসিসি-র টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগিয়ে এসেছেন সামি। ৭৯০ পয়েন্ট নিয়ে উঠে এসেছেন অষ্টম স্থান থেকে সপ্তম স্থানে। কপিল দেব (৮৭৭) ও জসপ্রিত বুমরাহ (৮৩২)-র পর ভারতীয় বোলার হিসেবে সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট পেলেন সামি।