আবু ধাবি: ক্রিকেটের ইতিহাসে বোলারদের অদ্ভুত অ্যাকশন নতুন কিছু নয়। অনেক বোলারেরই অ্যাকশন অন্যদের চেয়ে আলাদা। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন বাঁ হাতি স্পিনার পল অ্যাডামস যেমন ব্যাঙের মতো লাফিয়ে উঠে বোলিং করতেন, অনেকটা সেই ভঙ্গিতেই বল করছেন শ্রীলঙ্কার স্পিনার কেভিন কোথথিগোডা। তাঁর বোলিং অ্যাকশন অ্যাডামসের চেয়েও অদ্ভুত। আবু ধাবি টি-১০ লিগে শ্রীলঙ্কার এই স্পিনারের বোলিং দেখে ক্রিকেটপ্রেমীদের মধ্যে সাড়া পড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই বোলিং অ্যাকশনের ভিডিও ভাইরাল।
২১ বছর বয়সি কেভিনের জন্ম শ্রীলঙ্কার গলে। তিনি বাংলা টাইগার্সের হয়ে আবু ধাবি টি-১০ লিগে খেলছেন। গতকাল কর্ণাটক টাস্কার্সের বিরুদ্ধে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লসের উইকেট নেন কেভিন। তিনি ২ ওভার বল করে ২১ রান দেন। ২০১৭ সালে মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে প্রথমবার নজর কেড়ে নেন এই স্পিনার। এবার তিনি রীতিমতো বিখ্যাত হয়ে গিয়েছেন।