নয়াদিল্লি: পথ দুর্ঘটনায় আহত ভারতীয় ক্রিকেট তারকা মহম্মদ সামি। দেহরাদূন থেকে দিল্লিতে আসার পথে দুর্ঘটনাটি ঘটে। ভারতীয় দলের পেসার সামির গাড়িতে একটি ট্রাক ধাক্কা মারে বলে খবর। দেহরাদূণে গত কয়েকদিন ধরে বিশ্রাম নিচ্ছিলেন সামি। সেখানে অভিমন্যু ক্রিকেট অকাদেমিতে অনুশীলন করতে দেখা গিয়েছিল তাঁকে। সেখান থেকে দিল্লি ফিরে আসার পথে এই দুর্ঘটনা ঘটে।
তাঁর মাথায় দশটি সেলাই পড়েছে বলে খবর। তাঁর আঘাত গুরুতর নয় এবং তিনি বিপন্মুক্ত বলেও জানা গেছে। বর্তমানে তিনি দেহরাদূনেই রয়েছেন।