মুম্বই: বাংলা ও ভারতের ক্রিকেটার মহম্মদ শামির বিরুদ্ধে তাঁর স্ত্রী একাধিক বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িত থাকার অভিযোগ করলেও, শামির পাশেই দাঁড়ালেন তাঁর ছোটবেলার কোচ বদরুদ্দিন সিদ্দিকি। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর দাবি, ‘শামি অত্যন্ত লাজুক ছেলে। ও সবসময় লোকজনের থেকে দূরে থাকতে চায়। আমি ওকে আর ওর পরিবারের লোকজনকে ভালভাবেই চিনি। ও স্ত্রীর অভিযোগ পুরোপুরি মিথ্যা। ওদের নিজেদের মধ্যেই বিষয়টি মিটিয়ে নেওয়া উচিত ছিল। শামি যখন ভারতীয় দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল, তখন ওর সঙ্গে আমার শেষ কথা হয়েছিল।’


শামির স্ত্রী হাসিন জাহান ফেসবুক পোস্টে দাবি করেছেন, এই ক্রিকেটারের একাধিক বিবাহ-বহির্ভূত সম্পর্ক আছে। এবিপি আনন্দকে তিনি জানিয়েছেন, ‘আমি যে পোস্ট করেছি, সেটা হিমশৈলের চূড়ামাত্র। শামি আরও ঘৃণ্য কাজ করেছে। ওর গাড়িতে পুরুষদের জন্মনিরোধক পেয়েছি। অনেক মহিলার সঙ্গেই ওর সম্পর্ক আছে। ওর ফোন পাসওয়ার্ড লক করা ছিল। অনেক চেষ্টার পর আমি টেক্সট মেসেজগুলি দেখতে পাই। আমি যদি ভুল না হই, ২০১৪ সালে দিল্লি ডেয়ারডেভিলস ওকে এই ফোন উপহার দিয়েছিল। যদিও ও এটা অস্বীকার করে চলেছে।’

হাসিনের আরও অভিযোগ, ‘শামি দক্ষিণ আফ্রিকা সফরের পর দেশে ফিরেই আমার উপর অত্যাচার শুরু করে। ও আমাকে মারতে শুরু করে। ওর পরিবারের সবাই আমার উপর অত্যাচার করে। ওর মা আর ভাই রাত দুটো-তিনটে পর্যন্ত অত্যাচার করেছে। ওরা আমাকে মেরে ফেলতে চাইছিল। মেয়ে ও পরিবারের কথা ভেবে আমি মুখ বুজে সব সহ্য করছিলাম। কিন্তু অনেক মহিলার সঙ্গে অশ্লীল কথোপকথন দেখতে পেয়ে আমি আর সহ্য করতে পারিনি। ও নিজের ভুল স্বীকার করা তো দূর, উল্টে আমাকে হুমকি দিতে থাকে। আমি এটা সহ্য করতে পারছি না। আমার কাছে যা প্রমাণ আছে তার ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’