কলকাতা: ভারতের ক্রিকেট দলের পেস আক্রমণের অন্যতম স্তম্ভ মহম্মদ শামি। করোনাভাইরাস সংক্রমণ রোধে লকডাউনের প্রভাব পড়েছে প্রায় সমস্ত ক্রীড়া প্রতিযোগিতাতেই। ক্রিকেটও তার ব্যতিক্রম নয়। খেলোয়াড়রা দীর্ঘদিন বাইশ গজের বাইরে রয়েছেন। এই অবসরে শামি তাঁর ওয়ার্ক আউটের ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর অনুরাগীদের জন্য শেয়ার করছেন। শুক্রবার এমনই একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শামি। ভিডিওতে তাঁকে দৌড়ের গতি বাড়াতে তাঁকে তাঁর পোষ্য কুকুরের সাহায্য নিতে দেখা গিয়েছে।

ভিডিওতে শামিকে তাঁর পোষা কুকুরের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়তে দেখা গিয়েছে। এই দৌড়ে বেশিরভাগ সময়ই শামিই এগিয়ে ছিলেন, কিন্তু শেষের দিতে তাঁর পোষ্য গতি বাড়ায়, এবং প্রায় একইসঙ্গে দৌড় শেষ হয়।



ভিডিও-র ক্যাপশনে শামি লিখেছেন, স্পিড ওয়ার্ক উইথ জ্যাক।

সমস্ত ফরম্যাটেই ভারতীয় দলের পেস আক্রমণের অন্যতম স্তম্ভ শামি। নিজেকে ফিট রাখতে এবং যখন খেলা শুরু হবে, তার জন্য প্রস্তুত থাকতে কঠোর অনুশীলন করছেন তিনি।

অন্যান্য ক্রিকেটারদের মতো লকডাউন পর্বে বাড়িতেই রয়েছেন শামি। সম্প্রতি তাঁর বাড়ির কাছের মাঠে বোলিং অনুশীলন শুরুর একটি ভিডিও শেয়ার করেছিলেন তিনি।

অনুশীলনের সঙ্গে সঙ্গে সহ খেলোয়াড়দের সঙ্গে বেশ কয়েকটি ইনস্টাগ্রাম লাইভ সেশনও করেছেন শামি। সেইসঙ্গে এই কঠিন সময়ে দুর্গতদের খাবার ও মাস্ক বিলি করতেও দেখা গিয়েছে তাঁকে।

শামির এই সেবামূলক কাজের একটি ভিডিও শেয়ার করেছিল বিসিসিআই-ও।