দেহরাদূণ: বাইশ গজের বাইরেও ফের নামভূমিকায় ক্রিকেটার মহম্মদ শামি। উত্তরাখণ্ডে দুর্ঘটনাগ্রস্তের কাছে ত্রাতা হয়ে উঠলেন তিনি। পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে পড়া গাড়ির যাত্রীকে রক্ষা করতে ছুটে গেলেন শামি। নিরাপদে উদ্ধারও করে আনলেন দুর্ঘটনাগ্রস্তকে। আশেপাশের মানুষও সাহায্যে এগিয়ে এসেছিলেন বলে যদিও জানিয়েছেন শামি। কিন্তু নিজের গরজে যেভাবে দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে রক্ষা করেন তিনি, তাতে এই মুহূর্তে শামির প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া। (Mohammed Shami)
সদ্য সমাপ্ত ক্রিকেট বিশ্বকাপে সম্প্রতি বল হাতে জাদু দেখিয়েছেন শামি। ভারতের হাতে ট্রফি না উঠলেও, শামির পারফরম্যান্স নিয়ে চর্চা এখনও মুখে মুখে। সেই আবহেই ফের খবরের শিরোনামে উঠে এলেন শামি। তবে এবার সম্পূর্ণ অন্য কারণে, মানবিক আচরণের জন্য। শনিবার নৈনিতালে পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে পড়া একটি গাড়ির যাত্রীকে রক্ষা করেন তিনি। (Mohammed Shami Saves Man)
শনিবার সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই খবর জানিয়েছেন শামি। তিনি জানিয়েছেন, নৈনিতালে ছিলেন তিনি। তাঁর গাড়ির সামনে আর একটি গাড়ি ছিল। আচমকাই পাহাড়ের ঢাল বেয়ে পড়ে যায় সেটি। চোখের সামনে ঘটনাটি ঘটতে দেখে তিনি এবং কয়েক জন ছুটে যান। পাহাড়ের ঢাল বেয়ে নেমে, দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে এক ব্যক্তিকে বের করেন আনান।
সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনাস্থল থেকে একটি ভিডিও-ও পোস্ট করেছেন শামি। তাতে দেখা গিয়েছে, রাস্তা পেরিয়ে, পাহাড়ের ঢালে একটি গাড়ি পড়ে রয়েছে রাস্তায় ভিড় জমে গিয়েছে। তার এক পাশে দাঁড়িয়ে এক ব্যক্তির শুশ্রূষা করছেন শামি। ভিডিওটি পোস্ট করে শামি লেখেন, 'উনি ভাগ্যবান যে দ্বিতীয় জীবন পেলেন। আমার গাড়ির ঠিক সামনেই, নৈনিতালের কাছে পাহাড়ি রাস্তা থেকে ওঁর গাড়ি পড়ে যায়। নিরাপদে ওঁকে বের করে আনি আমরা'।
মাটি থেকে উঠে এসেছেন, তাই মাটির কাছাকাছি থাকা পছন্দ করেন বলে একাধিক বার জানিয়েছেন শামি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানান, মোটর সাইকেল, গাড়ি, ট্র্যাক্টর চালাতে পছন্দ করেন যেমন, বাস এমনকি ট্রাকে চেপে বেরিয়ে পড়তেও পছন্দ করেন। খেলার জগতে নাম হওয়ার পর নিরাপত্তার কারণে আজকাল স্টিয়ারিংয়ে তেমন হাত রাখেন না। তবে গ্রামের বাড়িতে গেলে, মায়ের সঙ্গে দেখা করতে গেলে নিজেকে আটকাতে পারেন না বলেও জানান। একবার ট্র্যাক্টর সমেত সটান পুকুরে গিয়ে পড়েছিলেন বলেও খোলসা করেন শামি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y