কলকাতা: ২৯ নভেম্বর কলকাতায় অমিত শাহর (Amit Shah) সভা উপলক্ষে রাজ্যজুড়ে প্রচারে নামল বিজেপি (BJP)। বাঁধা হল গান। বাঁকুড়ার কোতুলপুরে মিছিল ও সভা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিজেপিতে লোক নেই, পাল্টা কটাক্ষ করলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।


রাজ্যজুড়ে প্রচারে নামল বিজেপি: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। এদিকে সাত মাস আগেই, বঙ্গ বিজেপিকে ৩৫ আসনের টার্গেট বেধে দিয়ে গেছিলেন অমিত শাহ।কিন্তু, তার পর থেকে বারবার প্রকাশ্যে এসেছে বিজেপির ঘরোয়া কোন্দল। ফের বঙ্গে পা রেখে কি, দলের সেই ভাঙন ঠেকাতে পারবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রেখে,২৯ নভেম্বর, বুধবার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে অমিত শাহর সভায়,অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ইতিমধ্যে সেই সভার প্রস্তুতি শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি। বাঁধা হয়েছে গান। অন্যদিকে, ২৯ নভেম্বরের সভার প্রচারে শনিবার বাঁকুড়ার কোতুলপুরের প্রথমে মিছিল ও পরে হাইকোর্টের অনুমতি পেয়ে সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অমিত শাহ-র সভার প্রচারে অন্যান্য জেলাতেও কর্মসূচি পালন করে বিজেপি। যদিও অমিত শাহর সভাকে গুরুত্ব দিতে চাইছে না তৃণমূল।


এদিকে, সাংগঠনিক কাজে এগিয়ে আসতে প্রাক্তন সেনাকর্মীদের আহ্বান জানানো হল বঙ্গ বিজেপিতে। অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় প্রতিরক্ষা, অর্থের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলেছিলেন প্রাক্তন সেনাকর্তা যশবন্ত সিং। মোদির মন্ত্রিসভায় রয়েছেন জেনারেল ভি কে সিং। সম্প্রতি ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে, পুলওয়ামায় শহিদ জওয়ানের স্ত্রী তাপসী রায়কে প্রার্থী করেছিল বিজেপি। এইভাবে প্রাক্তন সেনাকর্তা ও নিহত সেনাকর্মীর পরিজনদের সঙ্গে বিজেপি যোগের উদাহরণ আছে অনেক। এবার লোকসভা ভোটের আগে প্রাক্তন সেনাকর্মীদের, সংগঠনের কাজে লাগাতেও তৎপর হল বঙ্গ বিজেপি। শনিবার সল্টলেকের EZCC-তে, বিজেপির এক্স সার্ভিসম্যান সেলের রাজ্য সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে দলের রাজ্য সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী, মণ্ডলে মণ্ডলে সংগঠনের কাজে এগিয়ে আসার জন্য প্রাক্তন সেনাকর্মী ও সরকারি কর্মীদের আহ্বান জানান। বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী বলেন, “প্রতি মণ্ডলের এক্স সার্ভিসম্যানদের এগিয়ে আসতে হবে, আমরা সেনা কর্মীদের খুঁজি দলে নেওয়ার জন্য। আমাদের মধ্যে সেনাকর্মীদের মতোই অনুশাসন রয়েছে।’’


আরও পড়ুন: Recruitment Corruption: কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে মেডিক্যাল বোর্ড গড়ার নির্দেশ