ভারতীয় দলের জনপ্রিয় পেসার এই ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। অনুরাগীদের ভালবাসা উপচে পড়ে কমেন্ট বক্সে।
"অসাধারণ", "আল্লা ওকে আশীর্বাদ করুন।", কমেন্ট করেন অনুরাগীরা। এছাড়াও আরও প্রসংশা আসতে থাকে শামির কমেন্ট বক্সে।
২০১৮ সাল থেকে স্ত্রী হাসিন জাহানের আইনি লড়াইয় চলছে মহম্মদ শামির। তাঁর বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে সম্পর্ক ও নিগ্রহের অভিযোগ এনেছেন স্ত্রী। অভিযোগ প্রমাণিত হলে ৩ বছর পর্যন্ত জেল হতে পারে তাঁর। এছাড়াও তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও আনা হয়েছে। যদিও, এইসব অভিযোগকে শুধুমাত্র তাঁর বদনাম করার চেষ্টা বলে উড়িয়ে দিয়েছেন শামি।
আপাতত দারুণ ফর্মে আছেন শামি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫টি উইকেট নিয়েছেন তিনি।