গত বছর অসাধারণ ফর্মে ছিলেন শামি। তিনি ২০টি একদিনের আন্তর্জাতিকে ৪২টি উইকেট নেন। বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিকও করেন তিনি। তাঁর প্রশংসা করে সুনীল গাওস্কর বলেন, ‘শামিকে দেখে আমার ম্যালকম মার্শালের কথা মনে পড়ে যাচ্ছে। মার্শালের কথা মনে পড়লে এখনও আমি গভীর ঘুম থেকে জেগে উঠি। শামি যখন বল করার জন্য ছুটে যায়, স্পাইডার ক্যামে সেই ছবি দেখতে দারুণ লাগে। দেখে মনে হয়, একটি চিতাবাঘ শিকার করতে যাচ্ছে।’ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের জন্য তৈরি হচ্ছেন, জিমে কসরতের ছবি পোস্ট করে জানালেন শামি
Web Desk, ABP Ananda | 07 Jan 2020 12:12 PM (IST)
গত বছর অসাধারণ ফর্মে ছিলেন শামি। তিনি ২০টি একদিনের আন্তর্জাতিকে ৪২টি উইকেট নেন।
কলকাতা: শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি সিরিজে ভারতীয় দলের অন্যতম সেরা পেসার মহম্মদ শামিকে বিশ্রাম দেওয়া হলেও, তিনি বসে নেই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের জন্য তৈরি হচ্ছেন এই পেসার। তিনি জিমে কসরতের ছবি পোস্ট করেছেন ট্যুইটারে। এই ছবির সঙ্গে লিখেছেন, ‘অনুশীলন চলছে। আগামীদিনের চ্যালেঞ্জের জন্য তৈরি হচ্ছি।’