মুম্বই : ইতিহাসের পাতায় নাম তুলে ফেললেন মহম্মদ শামি (Mohammed Shami)। ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেটশিকারি হওয়ার নজির গড়ে ফেললেন বাংলার পেসার। চলতি বিশ্বকাপের মঞ্চে কার্যত আগুনে ছন্দে রয়েছেন শামি। শ্রীলঙ্কার বিরুদ্ধেও তিনি নিলেন ৫ উইকেট। যার সুবাদে চলতি বিশ্বকাপে মাত্র ৩ ম্যাচে ১৪ উইকেট তাঁর। পাশাপাশি মোট ১৪ উইকেটের সুবাদে বিশ্বকাপের মঞ্চে ১৪ ম্যাচে ৪৫ উইকেট নিয়ে সর্বাধিক উইকেট শিকারি ভারতীয় হলেন তিনি। 


জাভাগাল শ্রীনাথ (Javagal Srinath) ও জাহির খান (Zaheer Khan) এতদিন পর্যন্ত যুগ্মভাবে ছিলেন বিশ্বকাপের মঞ্চে ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক উইকেট শিকারি। বিশ্বকাপের মঞ্চে ৪৪ টি করে শিকার রয়েছে তাঁদের। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচ সেরার পুরস্কার তুলে নেওয়ার পাশাপাশি বিশ্বকাপের (World Cup 2023) মঞ্চে ৪৫ উইকেট তুলে নিয়ে ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেট শিকারি হওয়ার অনন্য নজির গড়ে ফেলেছেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ৫ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৮ রানের বিনিময়ে ৫ উইকেট নেন শামি।


ক্রিকেটীয় বিশ্বযুদ্ধের মঞ্চে শুধু ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেট শিকারি হওয়াই নয়, বিশ্বকাপে সর্বকালের সর্বাধিক উইকেট শিকারিদের তালিকাতেও প্রথম ১০ বোলারের মধ্যে ঢুকে পড়েছেন মহম্মদ শামি। যে তালিকার সবার উপরে রয়েছেন কিংবদন্তি অজি পেসার গ্লেন ম্যাকগ্রা ( Glenn McGrath) (৭১) । এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে যে তারকা বোলাররা খেলছেন, তাদের মধ্যে সর্বাধিক উইকেট শিকারিদের তালিকার সেরা দশে রয়েছেন মিচেল স্টার্ক (৫৬) ও ট্রেন্ট বোল্ট (৪৯)।


চলতি বিশ্বকাপে আগুনে ছন্দে রয়েছেন মহম্মদ শামি। শুরুর দিকে ভারতের হয়ে বেশ কয়েকটি ম্যাচে না খেললেও প্রথমবার মেন ইন ব্লু-র জার্সিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেই ৫ উইকেট নিয়েছিলেন মহম্মদ শামি। পরের ম্যাচে ইংল্যান্ডের ৪ ব্যাটার ছিলেন তাঁর শিকার। আর ফের একবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫ উইকেট নিলেন শামি। বল হাতে এসে প্রথম ওভারেই জোড়া উইকেট মেডেন নেন তিনি। যার মধ্যে পরপর দুই বলে নেন দুটি উইকেট।


তারপর আরও ৩ টি উইকেট নেন মহম্মদ শামি। যার মধ্যে লঙ্কা দলে ফেরা অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউজকে দুরন্ত ইনসুইংগারে ক্লিন বোল্ড করেন তিনি। ম্যাচ শেষে হাসিমুখে বিশ্বকাপে ভারতের সর্বাধিক উইকেট শিকারি জানালেন, বাড়তি কিছু চেষ্টা না করে বোলিং ব্যাকরণ মেনে নিজের কাজটা করে গেছি। আর তাতেই সাফল্য এসেছে।  


 


আরও পড়ুন- সিরাজ-শামির লঙ্কাকাণ্ড, তাসের ঘরের মতো ভেঙে পড়ছে শ্রীলঙ্কার ব্যাটিং