বার্মিংহাম: এ মরসুমে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে চেতেশ্বর পূজারা, ওয়াশিংটন সুন্দর, উমেশ যাদবদের ইতিমধ্যেই খেলতে দেখা গিয়েছে। এবারে সেই তালিকায় যুক্ত হল আরেকটি নাম। মহম্মদ সিরাজকেও (Mohammed Siraj) এবার ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে (County Championship) মাঠে নামতে দেখা যাবে। কিন্তু কোন দলের হয়ে খেলবেন সিরাজ?


তিনটি ম্যাচ খেলবেন সিরাজ


সিরাজকে গত মরসুমের কাউন্টি চ্যাম্পিয়ন দল ওয়ারউইকশায়ার (Warwickshire) সই করিয়েছে। এশিয়া কাপ দলে সিরাজ নেই। সুতরাং, চলতি জিম্বাবোয়ে সিরিজের পরের সময়টা ফাঁকাই থাকবেন ভারতীয় তারকা বোলার। এই সুযোগেই তাঁকে দলে নিয়ে নিল ওয়ারউইকশায়ার। তবে বেশি নয়, তিনটি ম্যাচই খেলবেন সিরাজ। বৃহস্পতিবার সিরাজকে সই করানোর কথা সরকারিভাবে ঘোষণা করে ইংল্যান্ডের কাউন্টি দলটি। এক বিবৃতিতে ওয়ারউইকশায়ার জানায়, 'ওয়ারউইকশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব ভারতীয় তারকা ফাস্ট বোলার মহম্মদ সিরাজকে শেষ তিনটি কাউন্টি চ্যাম্পিয়নশিপ ম্য়াচের জন্য সই করিয়েছে। ২৮ বছর বয়সি ভারতীয় ফাস্ট বোলার সামারসেটের বিরুদ্ধে সোমবার, ১২ সেপ্টেম্বর ম্যাচের আগেই এজবাস্টনে এসে পৌঁছবেন।'


সিরাজের মন্তব্য


ওয়ারউইকশায়ারের হয়ে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সিরাজ জানান, 'ওয়ারউইকশায়ার দলে যোগ দিতে আমার তর সইছে না। আমি ভারতের হয়ে বরাবরই ইংল্যান্ডে খেলা দারুণ উপভোগ করেছি এবং কাউন্টি ক্রিকেট খেলার অভিজ্ঞতা লাভ করার জন্যও আমি তাই মুখিয়ে আছি। এজবাস্টন একটা বিশ্বমানের স্টেডিয়াম এবং এই বছর ভারত-ইংল্যান্ডের টেস্ট ম্যাচে এই মাঠের পরিবেশটাও আমার দারুণ লেগেছে। আমি আশা করব এই মাঠে সেপ্টেম্বরে ভাল পারফর্ম করে ওয়ারউইকশায়ারের মরসুমটা যেন ভালভাবে শেষ করতে পারি।'


 






নতুন দলের হয়ে খেলার সুযোগ পাওয়ায় সিরাজ বিসিসিআই এবং ওয়ারউইকশায়ার উভয়কেই ধন্যবাদ জানান। তবে তিনি কিন্তু এ মরসুমে ওয়ারউইকশায়ারের হয়ে খেলা একমাত্র ভারতীয় নন। দলের সীমিত ওভারের ম্যাচগুলিতে ক্রুণাল পাণ্ড্যও এ মরসুমে ওয়ারউইকশায়ারের হয়ে মাঠে নেমেছেন। এবার নামবেন সিরাজ। প্রসঙ্গত, কিছুদিন আগেই ভারত-ইংল্যান্ডের পঞ্চম টেস্ট ম্যাচে সিরাজ এই এজবাসন্টনের ময়দানেই প্রথম ইনিংসে চারটি উইকেট নেন। সুতরাং, সিরাজের পূর্ব অভিজ্ঞতা ভালই। এবার কাউন্টি দলের হয়ে তিনি কেমন করেন, সেটাই দেখার।


আরও পড়ুন: বিলেতে স্বপ্নের ফর্মে পূজারা, ব্যাটে রানের ফুলঝুরি