লন্ডন: কাউন্টি ক্রিকেটে থামানো যাচ্ছে না চেতেশ্বর পূজারাকে (Cheteshwar Pujara)। চার দিনের কাউন্টি চ্যাম্পিয়নশিপে হাজারের উপর রান করেছেন পূজারা। ৮ ম্যাচে সেঞ্চুরি করেছেন ৫টি, যার মধ্যে জোড়া ডাবল সেঞ্চুরি রয়েছে। এবার ৫০ ওভারের ক্রিকেটেও সেই ধারাবাহিকতা বজায় রাখলেন পূজারা।


চলতি রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপে ব্যাট হাতে সাসেক্সকে একের পর এক ম্যাচ জিতিয়ে চলেছেন পূজারা। ইতিমধ্যেই টুর্নামেন্টে ২টি সেঞ্চুরি ও ১টি হাফসেঞ্চুরি করে ফেলেছেন তিনি। বুধবার ডারহ্যামের বিরুদ্ধে দলের জয় নিশ্চিত করে তবেই মাঠ ছাড়েন ভারতীয় তারকা। যদিও ব্যক্তিগত হাফসেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে যেতে হয় সৌরাষ্ট্রের ব্যাটারকে।


চেস্টার লে স্ট্রিটে টস জিতে ব্যাট করতে নামে ডারহ্যাম। তারা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২২৮ রান সংগ্রহ করে। গ্রাহাম ক্লার্ক করেন ৬৯ রান। জেমস কোলস ৩টি উইকেট দখল করেন। জবাবে ব্যাট করতে নেমে সাসেক্স ৪৯.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ২২৯ রান তুলে নেয়। ৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জেতে সাসেক্স। পূজারা ২টি বাউন্ডারির সাহায্যে ৬৮ বলে ৪৯ রান করে নট আউট থাকেন।


চলতি রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপের ৬ ম্যাচে ১০৪.০০ গড়ে ৪১৬ রান সংগ্রহ করেছেন পূজারা। স্ট্রাইক রেট ১১১.৮২। তিনি সব মিলিয়ে ৩৫টি চার ও ৮টি ছক্কা মেরেছেন। এই মুহূর্তে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী তিনি।


 




কাউন্টিতে স্বপ্নের দৌড়


কাউন্টিতে (County) স্বপ্নের ফর্ম অব্যাহত চেতেশ্বর পূজারার। সাসেক্সের (Susex) হয়ে ১৭৪ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন সম্প্রতি। মাঠে যখন পূজারা ব্যাট হাতে কাঁপাচ্ছেন তখন তাঁর ছোট্ট মেয়ের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পূজারার (Cheteswar Pujara) চার বছরের মেয়ে অদিতি (Aditi) বাবার সাফল্য যেন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। পূজারা ১৭৪ রানের ইনিংস খেলে ফেরার সময় দেখা যাচ্ছে যে ড্রেসিংরুমে ভীষণ নাচছে অদিতি।


আরও পড়ুন: জাতীয় দলে নিজের জায়গা পাকা করতে চান, বলছেন শাহবাজ