UEFA Player of the Year: ইউরোপ ছাড়লেও সেরা খেলোয়াড়ের দৌড়ে মেসি, লড়াই দুই ম্যান সিটি তারকার সঙ্গে

Player of the Year: ২০২২-২৩ মরশুমের নিরিখেই এই তালিকা তৈরি করা হয়েছে, তাই এ মরশুমে মেসি ইউরোপ ছাড়লেও রয়েছেন এই তালিকায়।  

Continues below advertisement

নিয়ন: এ মরশুমের শুরুতেই ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন লিওনেল মেসি (Lionel Messi)। তবে উয়েফার বিচারে সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে রয়েছেন তিনি। সদ্যই ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার তরফে সেরা খেলোয়াড় (UEFA Player of the Year) হওয়ার দৌড়ে থাকা তিন খেলোয়াড়ের নাম প্রকাশ করা হয়। সেই তালিতায় আর্জেন্তাইন মহাতারকার সঙ্গে ম্যাঞ্চেস্টার সিটির দুই তারকা কেভিন দি ব্রুইন (Kevin de Bruyne) এবং আরলিং হালান্ডও (Erling Haaland) রয়েছেন।

Continues below advertisement

২০২২-২৩ মরশুমের নিরিখেই এই তালিকা তৈরি করা হয়েছে, তাই এ মরশুমে মেসি ইউরোপ ছাড়লেও রয়েছেন এই তালিকায়। প্যারিস সঁ জরমেঁর হয়ে মেসি চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারলেও, প্যারিসের ক্লাবের সঙ্গে লিগ খেতাব জেতেন মেসি। গত মরশুমেও বিশ্বকাপও জেতেন তিনি। ঘরোয়া লিগে ৩২ট ম্যাচে ১৬টি গোলের পাশাপাশি লিগ সর্বোচ্চ ১৬টি গোলের অ্যাসিস্টও দেন তিনি। মেসির প্রতিদ্বন্দ্বী দুই তারকা দি ব্রুইন এবং হালান্ড গত মরশুমে ক্লাব স্তরে যা যা খেতাব জেতা সম্ভব, প্রায় সবকয়টিই জিতেছেন।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পর প্রথম ইংলিশ দল হিসাবে লিগ খেতাব, চ্যাম্পিয়ন্স লিগ ও এফ কাপের ট্রেবল জেতে ম্যাঞ্চেস্টার সিটি। সেই দলের স্ট্রাইকারের ভূমিকায় হালান্ড গোলের পর গোল করে একগুচ্ছ রেকর্ড ভাঙেন। নরওয়ের তারকা স্ট্রাইকার এক প্রিমিয়ার লিগ মরশুমে ৩৬টি গোল করেন যা সর্বকালের সর্বোচ্চ। চ্যাম্পিয়ন্স লিগেও ১১ ম্যাচে করেন ১২টি গোল। এমন অনবদ্য এক মরশুমের পর হালান্ড দৌড়ে না থাকলেই, বরং সেটা অবাক হওয়ার বিষয় ছিল। হালান্ডের গোলগুলির ক্ষেত্রে রক্ষণচেরা একাধিক পাস বাড়িয়েছেন দি ব্রুইন। অনেকের মতে তিনিই বর্তমান বিশ্বের সেরা মিডফিল্ডার। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে তাঁর অবিস্মরণীয় পারফরম্যান্স সেই তত্ত্বের সপক্ষে যুক্তি পেশ করার জন্য যথেষ্ট। তাঁকেও সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে রাখা হয়েছে। 

ট্রেবলজয়ী ম্যান সিটি দলের কোচিংয়ে ছিলেন পেপ গুয়ার্দিওলা (Pep Guardiola)। স্প্যানিশ কোচের নাম তাই এই তালিকায় দেখে কেউই অবাক হবেন না। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে সিমোনে ইনজাঘির ইন্টার মিলানকে হারিয়েই খেতাব জেতে সিটি। সেরা কোচের দৌড়ে ফের একবার গুয়ার্দিওলা ও ইনজাঘির লড়াই দেখা যাবে। তালিকায় তৃতীয় কোচ হিসাবে রয়েছেন নাপোলিকে ঐতিহাসিক সিরি এ খেতাব জেতানো লুসিয়ানো স্পালেতি। ৩১ অগাস্ট চ্যাম্পিয়ন্স লিগ ড্রয়ের সময় উয়েফার বিচারে সেরাদের নাম ঘোষণা করা হবে। প্রসঙ্গত, বর্তমানে কেবল পুরুষ কোচ ও খেলোয়াড়দের নামের তালিকাই প্রকাশ করা হয়েছে। মহিলা ফুটবলার ও কোচেদের তালিকা উয়েফার তরফে পরের সপ্তাহে ঘোষণা করা হবে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: 'একটাই ম্যাচ জিতেছো', ইস্টবেঙ্গল কর্তাকে মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা

Continues below advertisement
Sponsored Links by Taboola