ভুবনেশ্বর: ভুবনেশ্বরে সবুজ মেরুন ঝড়। শিলং লাজংকে ৩-১ এ গুঁড়িয়ে সুপার কাপের সেমিফাইনালে মোহনবাগান। বাগানের হয়ে গোল ফৈয়াজ, আক্রম ও নিখিল কদমের। ম্যাচের আগে মাঠের বাইরে আগাগোড়া সাবধানী ছিলেন সবুজ মেরুন হেডস্যার। আর, ম্যাচে আগাগোড়া আক্রমণাত্মক আক্রম, ফৈয়জরা। কোয়ার্টার ফাইনালে রীতিমত দাপটের সঙ্গে খেলে লাজংকে হারাল বাগান। প্রথম থেকেই বাগানের আক্রমণের ফলায় দিশেহারা লাজং ডিফেন্স। ১২ মিনিটের মাথাতেই খুলল গোলমুখ। দিপান্দার ক্রস থেকে বল নিয়ে বক্সে দৌড় ফৈয়াজের। সেই বল গোলের ঠিকানায় পৌঁছতে কোনও ভুল করেননি তিনি। ২২ মিনিটের মাথায় জ্বলে উঠলেন নিখিল কদম। প্রতিপক্ষের ক্লিয়ার করা বল থেকে দুর্ধর্ষ গোল নিখিলের। ২৫ মিনিটের মাথায় কিংশুক কড়া ট্যাকল করায় পেনাল্টি পেয়ে যায় লাজং। কিন্তু, দুরন্ত ক্ষিপ্রতায় স্যামুয়েলের পেনাল্টি সেভ করেন শিল্টন পাল। তার কিছুক্ষণ পরই অবশ্য লাজংয়ের হয়ে গোল করেন কফি। ম্যাচের শেষের দিকে নিজেদের গতি কিছুটা ফিরে পায় পাহাড়ি দলটি। বাগান ডিফেন্সে আক্রমণ শানাতে শুরু করে তারা। কিন্তু, লাজংয়ের মনোবল ভেঙে দেয় সবুজ মেরুনের হয়ে আক্রমের তৃতীয় গোল। ৬০ মিনিটের মাথায় সেন্টার থেকে দুরন্ত ক্রস বাগুইয়ের। সেই বল অনবদ্য হেডারে গোল করলেন লেবাননের স্ট্রাইকার। ৩-১ এ জয়। সুপার কাপের শেষ চারে মোহনবাগান।