অফসাইডে গোল বাতিল, লিগের ম্যাচ খেলবে না ক্ষুদ্ধ মোহনবাগান!
ABP Ananda, web desk | 29 Aug 2016 06:02 PM (IST)
কলকাতা: কলকাতা লিগের মোহনবাগান-টালিগঞ্জ ম্যাচে চরম উত্তেজনা।ন্যায্য গোল বাতিল হয়েছে, এই অভিযোগে কলকাতা লিগে আজকের ম্যাচের পর আর কোনও ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিল বাগান কর্তৃপক্ষ। প্রথমার্ধে প্রবীর দাসের গোলে মোহনবাগান এগিয়ে গেলেও খেলার শেষ লগ্নে আলফ্রেডের গোলে সমতায় ফেরে টালিগঞ্জ অগ্রগামী। কিন্তু খেলার ইঞ্জুরি টাইমে মোহনবাগানে আজহারউদ্দিন মল্লিক আরও একটি গোল করলে তা অফসাইডের জন্য বাতিল করেন রেফারি।গোলটি ন্যায্য বলে দাবি করে রেফারির সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন মোহন ফুটবলারেরা। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্যালারিতে। শুরু হয় বোতল বৃষ্টি। ফেন্সিং টপকে শতাধিক দর্শক মাঠে ঢুকে পড়লে রেফারি খেলা বন্ধ করতে বাধ্য হন।শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়ে যায় ম্যাচ।