কলকাতা: যুবভারতীতে ডার্বির রং সবুজ মেরুন। ১-০ গোলে আইলিগের প্রথম ডার্বি জিতল মোহনবাগান। রবিবাসরীয় দুপুরে টানটান থ্রিলার জিতে বাজিমাত সঞ্জয় সেন ব্রিগেডের। সেটপিস-ফাঁদে আটকে ফের ধরাশায়ী খালিদ জামিলের লাল হলুদ।
ডার্বির আগে থেকেই দুই প্রধানের কথার লড়াই ছিল তুঙ্গে। ইস্টবেঙ্গলের ডিফেন্সে যে গলদ রয়েছে, সে কথা আগেই বলেছিলেন ক্রোমা। এদিন কার্যত চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দিয়ে গেলেন। ক্রোমা, সনিদের আটকাতে দিশেহারা ইস্টবেঙ্গল রক্ষণ। ম্যাচের শুরু থেকেই টানটান থ্রিলার। আক্রমণ-প্রতি আক্রমণের ঝড়। খালিদ জামিল জোড়া মার্কার দিয়ে সনিকে আটকানোর বন্দোবস্ত করেন। কিন্তু, মাঝমাঠ থেকে খেলাটা তৈরি করছিলেন বাগানের নয়া জাপানি মিডিও ইউটা কিনোওয়াকি ও ক্রোমা। সাফল্য এল ৪০ মিনিটের মাথায়।
সনি নর্ডির কর্নার থেকে লো হেডারে চমত্কার গোল নাইজেরিয়ান সেন্ট্রাল ডিফেন্ডার এজে কিংসলের। বারবার সেটপিস আটকানোর অনুশীলনের পরও, সেই কর্নারেই গোল হজম করতে হল খালিদের ছেলেদের।
দ্বিতীয়ার্ধে প্রত্যাঘাতের মরিয়া চেষ্টা ইস্টবেঙ্গলের। কিন্তু, লক্ষ্যভেদ হয়নি গোলকিপার শিল্টন পাল ও বাগান ডিফেন্ডারদের সৌজন্যে। আইলিগের প্রথম ডার্বিতে বাগানে ফুটল ফুল। ২ ম্যাচ থেকে সবুজ মেরুনের ঝুলিতে এখন চার পয়েন্ট।
ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়ে আইলিগের প্রথম ডার্বি জিতল মোহনবাগান
Web Desk, ABP Ananda
Updated at:
03 Dec 2017 04:20 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -