রবীন্দ্র সরোবরে খেলার ছাড়পত্র পেল মোহনবাগান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Jan 2017 06:18 PM (IST)
কলকাতা: অবশেষে স্বস্তি মোহনবাগানে৷ শর্তসাপেক্ষে রবীন্দ্রসরোবরে মোহনবাগানকে ফ্লাড-লাইটে ম্যাচ আয়োজনের অনুমতি দিল পরিবেশ আদালত৷ আইএসএল-এর মতোই একই শর্ত প্রযোজ্য হল মোহনবাগানের জন্য৷ শর্তগুলি হল, ফ্লাড লাইট জ্জ্বললে কালো কাপড় দিয়ে আটকাতে হবে গাছ, কঠিন বর্জ্য পদার্থ ফেলা যাবে না, ৫০০ মিটারের মধ্যে গাড়ি রাখা যাবে না, মাইক বাজানো যাবে না এবং আতসবাজি ফাটানো যাবে না৷ এই শর্তগুলি মেনে রবীন্দ্র সরোবরে খেলতে পারবে সঞ্জয় সেনের দল। শুক্রবার এবারের আই লিগের দ্বিতীয় ম্যাচে লাজং এফসি-র মুখোমুখি হবে মোহনবাগান। পরিবেশ আদালতের রায় বেরনোর অনেক আগেই এদিন লাজং এফসি ম্যাচের প্রস্তুতি শেষ করে ফেলেন সঞ্জয়৷ দলের কম্বিনেশন, লাজং বধের স্ট্র্যাটেজির থেকেও বাগান শিবিরে এদিন অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল কোন মাঠে খেলবে দল৷ শেষপর্যন্ত বিকেলেই বিষয়টা স্পষ্ট হয়ে গেল। এদিন সকালে অনুশীলন শেষে বাগান কোচ বলেন, তাঁর কাছে লাজং ম্যাচের স্ট্র্যাটেজি তৈরি বেশি গুরুত্বপূর্ণ৷ যে কোনও মাঠেই তাঁর দল খেলতে প্রস্তুত৷ লাজংয়ের বিরুদ্ধে ড্যারিল ডাফি-বলবন্ত সিংহ জুটিকেই সামনে রেখে এগোতে চাইছে বাগান৷ পরিবর্ত হিসেবে জেজেকে নামানোর পরিকল্পনা রয়েছে বাগান টিম ম্যানেজমেন্টের৷