কলকাতা: এমেকা এজুগোর পর এবার সোনি নর্ডি৷ ভারতের কোনও ক্লাবে খেলার পর সুযোগ পেয়েছেন জাতীয় দলের হয়ে বিশ্বখ্যাত টুর্নামেন্টে৷ আটের দশকের শেষ দিকে প্রথমে ইস্টবেঙ্গলে আসেন এমেকা এজুগো৷ ১৯৯০ সালে খেলেন মহমেডান স্পোর্টিংয়ে৷ ভারতে খেলার পর ১৯৯৪ সালে বিশ্বকাপ ফুটবলে নাইজিরিয়া জাতীয় দলে সুযোগ পান এমেকা৷ স্তোইচকভ, লেচকভদের বুলগেরিয়ার বিরুদ্ধে পরিবর্ত ফুটবলার হিসেবে সুযোগ পান এমেকা৷ আর্জেন্তিনার বিরুদ্ধে ম্যাচে ছিলেন রিজার্ভ বেঞ্চে৷
আর এবার সোনি নর্ডি৷ মোহনবাগানে খেলতে খেলতেই এবার একেবারে হাইতির জাতীয় দলে৷ আগামি বৃহস্পতিবার ব্রাজিলের বিরুদ্ধে হাইতির ম্যাচে দেখা যাবে সোনিকে৷ প্রথম একাদশে থাকার সম্ভাবনা কম হলেও বাগান সমর্থকরা স্বপ্ন দেখছেন, দুঙ্গার দলের বিরুদ্ধে প্রথম একাদশে মাঠে দাপাচ্ছেন তাঁদের প্রিয় সোনি৷
মোহনবাগানের ব্রাজিল সমর্থকরা অবশ্য এখন দোটানায়! তাঁরা ভেবে পাচ্ছেন না আজীবন সমর্থন করা ব্রাজিলের হয়েই গলা ফাটাবেন না কি প্রার্থনা হবে সোনির আন্তর্জাতিক সাফল্যের জন্য!