কলকাতা: এমেকা এজুগোর পর এবার সোনি নর্ডি৷ ভারতের কোনও ক্লাবে খেলার পর সুযোগ পেয়েছেন জাতীয় দলের হয়ে বিশ্বখ্যাত টুর্নামেন্টে৷ আটের দশকের শেষ দিকে প্রথমে ইস্টবেঙ্গলে আসেন এমেকা এজুগো৷ ১৯৯০ সালে খেলেন মহমেডান স্পোর্টিংয়ে৷ ভারতে খেলার পর ১৯৯৪ সালে বিশ্বকাপ ফুটবলে নাইজিরিয়া জাতীয় দলে সুযোগ পান এমেকা৷ স্তোইচকভ, লেচকভদের বুলগেরিয়ার বিরুদ্ধে পরিবর্ত ফুটবলার হিসেবে সুযোগ পান এমেকা৷ আর্জেন্তিনার বিরুদ্ধে ম্যাচে ছিলেন রিজার্ভ বেঞ্চে৷
আর এবার সোনি নর্ডি৷ মোহনবাগানে খেলতে খেলতেই এবার একেবারে হাইতির জাতীয় দলে৷ আগামি বৃহস্পতিবার ব্রাজিলের বিরুদ্ধে হাইতির ম্যাচে দেখা যাবে সোনিকে৷ প্রথম একাদশে থাকার সম্ভাবনা কম হলেও বাগান সমর্থকরা স্বপ্ন দেখছেন, দুঙ্গার দলের বিরুদ্ধে প্রথম একাদশে মাঠে দাপাচ্ছেন তাঁদের প্রিয় সোনি৷
মোহনবাগানের ব্রাজিল সমর্থকরা অবশ্য এখন দোটানায়! তাঁরা ভেবে পাচ্ছেন না আজীবন সমর্থন করা ব্রাজিলের হয়েই গলা ফাটাবেন না কি প্রার্থনা হবে সোনির আন্তর্জাতিক সাফল্যের জন্য!
কোপায় ব্রাজিলের বিরুদ্ধে সোনির খেলার আশায় মোহনবাগান সমর্থকরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Jun 2016 02:11 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -