উত্তর ২৪ পরগনা: বারাসাতে সবুজ মেরুন সাইক্লোন। আইলিগে চার্চিল ব্রাদার্সকে ৫-০ তে গুঁড়িয়ে দিল মোহনবাগান। চোট কাটিয়ে জোড়া গোল ডিকার। গোল করলেন ক্রোমা, সনি ও ফৈয়াজ। ৭ পয়েন্ট নিয়ে লিগ-শীর্ষে বাগান।
শনিবার জ্বলেছিল লাল হলুদ মশাল। আর, রবিবার পাল তুলল সবুজ নেরুন নৌকো। ডার্বি জয়ের মেজাজ ধরে রেখেই বারাসতে চার্চিল বধ বাগানের। আইলিগে চার্চিল ব্রাদার্সকে ৫-০-য় গুঁড়িয়ে লিগ শীর্ষে চলে গেল মোহনবাগান। ডার্বি জেতার পরও যে গোটা দলটা মোটেই আত্মতুষ্টিতে ভুগছে না, তা এদিন প্রমাণ করে দিলেন সনি-ডিকারা।
প্রথম থেকেই প্রতিপক্ষের বক্সে বাগানের ঝাঁঝাঁলো আক্রমণ। সাফল্য এল ২৩ মিনিটের মাথায়। শেখ ফৈয়াজের বাড়ানো বল নিয়ে প্রতিপক্ষের বক্সে ঢুকে যান ক্রোমা। চার্চিল ডিফেন্ডারদের ভুলে ফাঁকা জায়গা পেয়ে যান তিনি। গোলের ঠিকানায় বল পাঠাতে কোনও ভুল করেননি ক্রোমা। তারপরই দিপান্দা ডিকার ভেল্কি। ডার্বিতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল। কিন্তু, এদিন ডিকার পা থেকে এল জোড়া গোল। ৩৪ মিনিটের মাথায় ক্রোমার দৃষ্টিনন্দন ব্যাকহিল থেকে বল নিয়ে সোজা বিপক্ষের বক্সে ঢুকে পড়েন ডিকা। বাঁ পায়ের জোরাল শটে গোল। দ্বিতীয়ার্ধের শুরুতে ফের ডিকা-বিস্ফোরণ।
এরপর গোলের ব্যবধান বাড়ান শেখ ফৈয়জ। আর, চার্চিলের কফিনে শেষ পেরেক সনি নর্দের। লেফট উইং থেকে বল নিয়ে প্রায় ৪০ গজ দৌড়। তারপর জোরাল শটে গোল। ৫-০ গোলে জয়। পকেটে ৭ পয়েন্ট। গোল-পার্থক্যে এগিয়ে থেকে লিগ-শীর্ষে সবুজ মেরুন।
আই লিগ: চার্চিল ব্রাদার্সকে ৫-০ গোলে গুঁড়িয়ে দিল মোহনবাগান
Web Desk, ABP Ananda
Updated at:
10 Dec 2017 06:46 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -