সন্দীপ সরকার, কলকাতা: উত্তর প্রদেশের হাতে ৫০ রানের লিড। বাংলার (BEN vs UP) প্রয়োজন ছিল দ্রুত ৬ উইকেট। শেষ দিন কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) বাংলা বনাম উত্তর প্রদেশ ম্যাচের রুদ্ধশ্বাস পরিণতির অপেক্ষায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা।


কিন্তু বাদ সাধল প্রকৃতি। মেঘলা আবহাওয়ায় কম আলোর জন্য বাংলা বনাম উত্তর প্রদেশ ম্যাচের শেষ দিনের বলই গড়াল না। সোমবার এক বলও খেলা না হওয়ায় অমীমাংসিতভাবে শেষ হল ম্যাচ। ড্র ম্যাচ থেকে বাংলা পেল ৩ পয়েন্ট। প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে। উত্তর প্রদেশ এক পয়েন্ট পেয়েছে ম্যাচ থেকে।


প্রথম দিন উত্তর প্রদেশকে ৬০ রানে মুড়িয়ে দেওয়ার পরেও সরাসরি জয়ের সুযোগ হাতছাড়া হল বাংলার। গোটা ম্যাচে যেখানে ৩৬০ ওভার খেলা হওয়ার কথা, সেখানে হল মাত্র ১৩১.১ ওভার। অর্ধেকেরও কম। প্রথম তিনদিন খেলা শুরু হয়েছিল লাঞ্চ ব্রেকের পরে। সকালের দিকে কানপুর এতটাই কুয়াশার ঘন চাদরে মোড়া থাকছিল। আর শেষ দিন খেলা শুরুই করা গেল না।


কার্যত হাতের মুঠোয় থাকা ম্যাচ এভাবে ড্র হয়ে যাওয়ায় আক্ষেপ হচ্ছে? কানপুর থেকে মোবাইল ফোনে বাংলার কোচ সৌরাশিস লাহিড়ি বললেন, 'আবহাওয়ার ওপর কারও হাত নেই। জেতা ম্যাচ ছিল। তবে তিন পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে। আফশোস হলেও কিছুই করার নেই।'


প্রথম ম্যাচে অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে মাত্র এক পয়েন্ট পেয়েছিল বাংলা। দ্বিতীয় ম্যাচ থেকে এক সময় বোনাস-সহ সাত পয়েন্টের স্বপ্ন দেখছিল বাংলা শিবির। সেখান থেকে এল মাত্র ৩ পয়েন্ট। ড্রেসিংরুমে কি কোনও হতাশা থেকে গেল? সৌরাশিস বলছেন, 'হতাশ হওয়ার প্রশ্নই নেই। নিশ্চিত জয় হাতছাড়া হলেও এই ম্যাচ থেকে আমরা অনেক কিছু পেলাম। ইতিবাচক প্রচুর দিক। যেমন, দুই ওপেনারের পারফরম্যান্স। কঠিন পরিবেশে চ্যালেঞ্জিং পিচে প্রথম ইনিংসে শ্রেয়াংশ ঘোষ দারুণ ব্যাট করেছে। মহম্মদ কাইফ ব্যাটে-বলে অনবদ্য। ওই ম্যাচের সেরা হয়েছে। সূরয সিন্ধু জয়সওয়াল অভিষেক ম্যাচে শুধু দারুণ বোলিংই করেনি, ব্যাট হাতে লোয়ার মিডল অর্ডারে রানও করেছে। সব মিলিয়ে দল দারুণ জায়গায় রয়েছে।'


প্রথম ইনিংসে উত্তর প্রদেশকে ৬০ রানে অল আউট করে দেওয়ার পর বাংলা তুলেছিল ১৮৮ রান। দ্বিতীয় ইনিংসে উত্তর প্রদেশের স্কোর ১৭৮/৪ থাকা অবস্থায় ম্যাচ আর শুরু করা যায়নি। সোমবার রাতেই কলকাতায় ফিরছে বাংলা দল। একদিন বিশ্রাম নিয়েই পরের ম্যাচের প্রস্তুতিতে নেমে পড়বে বাংলা দল। ১৯ জানুয়ারি, শুক্রবার থেকে ইডেন গার্ডেন্সে পরের ম্যাচে বাংলার প্রতিপক্ষ ছত্তিশগড়।


আরও পড়ুন: এবার ডিপফেক ভিডিওর জালে কিংবদন্তি সচিন, সোশ্যাল মিডিয়ায় উগরে দিলেন ক্ষোভ





আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে