কলকাতা: আইএসএলে (ISL) শেষ অ্যাওয়ে ম্যাচে মুম্বই সিটি এফসি-র (Mumbai City FC) কাছে হারে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। বুধবারও হারলে তারা আইএসএলে এই প্রথম পরপর দু’টি অ্যাওয়ে ম্যাচে হারবে। চলতি লিগে গত পাঁচটি অ্যাওয়ে ম্যাচেই গোল পেয়েছে মোহনবাগান। এফসি গোয়ারও এই কীর্তি রয়েছে। আর একটি গোলে সহায়তা করলে আইএসএলে মোহনবাগানের হয়ে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করা খেলোয়াড়দের তালিকায় শীর্ষে উঠে আসবেন লিস্টন কোলাসো। টপকে যাবেন রয় কৃষ্ণাকে। এ পর্যন্ত দুজনেই ১২টি করে অ্যাসিস্ট করেছেন সবুজ-মেরুন জার্সি গায়ে। এ মরশুমে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করেছেন সাহাল আব্দুল সামাদ (৪)। তার পরেই কোলাসো (৩)।     


গত ম্যাচে মোহনবাগানকে হারানোর পরে ফিরতি লিগেও তাদের বিরুদ্ধে জিততে পারলে ঐতিহাসিক ‘লিগ ডাবল’-এর অধিকারী হবে এফসি গোয়া। এ পর্যন্ত আইএসএলের কোনও দল এই নজির গড়েনি। দুই দলের মুখোমুখি সাক্ষাতে গত তিনবারের মধ্যে দু’বারই জিতেছে এফসি গোয়া। তাদের শেষ হোম ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে কোনও গোল করতে পারেনি এফসি গোয়া। বুধবারও গোলশূন্য থাকলে আইএসএলে এই প্রথম পরপর দুটি হোম ম্যাচে গোল পাবে না তারা। এ পর্যন্ত প্রতিপক্ষের পেনাল্টি এরিয়ায় প্রতি ম্যাচে গড়ে ৩৬ বার করে প্রবেশ করেছে গোয়ার খেলোয়াড়রা, যা এই লিগে সর্বোচ্চ। চলতি মরশুমে সবচেয়ে বেশি গোলের সুযোগ তৈরি করেছেন গোয়ার ব্র্যান্ডন ফার্নান্ডেজ (২৪), যার মধ্যে দু’টি পরিণত হয় অ্যাসিস্টে।  


ইন্ডিয়ান সুপার লিগে দুই দল মুখোমুখি হয়েছে মোট সাত বার। তার মধ্যে দু’বার এফসি গোয়া হারিয়েছে মোহনবাগানকে। চারবার জেতে মোহনবাগান ও একটি ম্যাচে ড্র হয়। গত মরশুমে শেষবার মুখোমুখিতে ২-১-এ জেতে মোহনবাগান। কিন্তু প্রথম লেগে এফসি গোয়ার কাছে কার্যত নাস্তানাবুদ হয়ে হার মানতে হয় কলকাতার দলকে। গোয়ার ফতোরদায় তাদের ঘরের মাঠে সে দিন ৩-০-য় জেতে এফসি গোয়া। ২০২০-২১ মরশুমে এটিকে মোহনবাগান ১-০-য় জেতার পরে ১-১ ড্র করে এফসি গোয়ার বিরুদ্ধে। ২০২১-২২ মরশুমে প্রথম লেগে এটিকে মোহনবাগান ২-১-এ ও ফিরতি লিগে ২-০-য় জেতে। চলতি লিগের প্রথম ম্যাচে এফসি গোয়া জেতে ৪-১-এ।   


কাদের ম্যাচ


এফসি গোয়া বনাম মোহনবাগান সুপার জায়ান্ট 


কোথায় খেলা


জওহরলাল নেহরু স্টেডিয়াম, ফতোরদা 


কখন খেলা


১৪ ফেব্রুয়ারি, ২০২৩, কিক অফ সন্ধ্যা ৭.৩০


সরাসরি সম্প্রচার


ডিডি বাংলা ও কালার্স বাংলা সিনেমা - বাংলা, স্পোর্টস ১৮ খেল- হিন্দি, স্পোর্টস ১৮ ১ এসডি ও এইচডি- ইংলিশ, ভিএইচ ১ এসডি ও এইচডি- ইংলিশ


অনলাইন স্ট্রিমিং


টিভির সামনে বসার সুযোগ না থাকলে জিও সিনেমা ও ওয়ানফুটবল অ্যাপেও দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার


আরও পড়ুন: Sourav Ganguly: বাড়িতে না জানিয়ে ডোনার সঙ্গে রেজিস্ট্রি সেরেই শ্রীলঙ্কায় সৌরভ, বিয়ের খবর ফাঁস হয় কীভাবে?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।