অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: ফের কলকাতা মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। সূত্রের খবর, মঙ্গলবার সন্ধেয় ৬টা ৯ মিনিটে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে  এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেন। ফলে বেশ কিছুক্ষণ ধাক্কা খায় পরিষেবা। প্রায় চল্লিশ মিনট পর স্বাভাবিক হয় মেট্রো চলাচল।


যা জানা গেল...
কলকাতা মেট্রো সূত্রে খবর, যিনি আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন, তিনি যুবতী। তাঁকে অক্ষত উদ্ধার করা গিয়েছে। তবে মঙ্গলবার সন্ধের এই ঘটনায় কিছুক্ষণের জন্য হলেও মেট্রো পরিষেবা ধাক্কা খায়। আংশিক পথ, অর্থাৎ একদিকে ময়দান থেকে দক্ষিণেশ্বর এবং অন্য দিকে মহানায়ক উত্তম কুমার থেকে পরিষেবা জারি কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করে। শেষমেশ, সন্ধে ৬টা ৪১ মিনিট নাগাদ পরিষেবা স্বাভাবিক হয়। এর আগে, গত ৭ ডিসেম্বর, সকাল ৮.৫০ -এ মেট্রোর রবীন্দ্রসদন স্টেশনে আপ লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার খবর শোনা গিয়েছিল। ওই ঘটনার জেরে সে দিনও কিছুক্ষণের মেট্রো চলাচল ব্যাহত হয়। চলে উদ্ধারকাজ। তার, মাসদুয়েক আগে, সেপ্টেম্বর মাসেও মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন এক যাত্রী। গিরীশ পার্ক মেট্রো স্টেশনে নিউ গড়িয়াগামী ডাউন লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। যদিও তাঁর কোনও পরিচয় প্রাথমিক ভাবে জানা যায়নি। সে বার  ঘটনার জেরে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রাখতে হয়। অফিস টাইমে মেট্রো বন্ধ থাকায় ভোগান্তির শিকার হন যাত্রীরা। মেট্রো পরিষবা ব্যাহত হওয়ার জের পড়ে রাস্তাতেও। বাস-ট্রামে যে সময় দেখা যায় বাদুড়ঝোলা ভিড়। যানজটের পরিস্থিতি তৈরি হয়।


বার বার এক ঘটনা...
 এর আগেও একাধিকবার মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করা হয়েছে। বহু ব্যবস্থা নিয়েও এড়ানো যাচ্ছে না এই ঘটনা। স্বাভাবিকভাবেই যা চিন্তায় ফেলছে কর্তৃপক্ষ এবং যাত্রী দু-পক্ষকেই। বেশ কয়েক মাস আগেও মেট্রো (লাইনে ঝাঁপ দিয়েছিলেন এক যাত্রী। কালীঘাট মেট্রো স্টেশনে ঘটনাটি ঘটে। যার জেরে সে বারেও অফিস টাইমে ব্যাহত হয় পরিষেবা। কালীঘাট স্টেশনে পঞ্চাশোর্ধ এক ব্যক্তি ঝাঁপ দেওয়ায় ব্যহত হয়েছিল পরিষেবা। সেই সময়ে মাঝে শুধুমাত্র দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত এবং কবি সুভাষ থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল করছিল। মেট্রো সূত্রে খবর, সে দিন সকাল ১০ টা ২০ নাগাদ মেট্রোয় ঝাঁপ দেন এক ব্যক্তি। তাঁর বয়স ছিল আনুমানিক পঞ্চাশের ওপরে। মাঝে মেট্রো পরিষেবা ঘণ্টাখানেকের জন্য ব্যাহত হলেও বেলা ১১ টা ২০ মিনিট থেকে আপ ও ডাউন, মেট্রোর দুই লাইনেই পরিষেবা ফের স্বাভাবিক হয়। এমন ঘটনায় বারবারই বিপাকে পড়েন যাত্রীরা। দেখা গিয়েছে অফিস টাইমের ব্যস্ত সময়েই বারবার এই ঘটনা ঘটেছে। 
আজও অফিস থেকে ফেরার সময় যখন মেট্রোয় ভিড়, তখনই ফের এই ধরনের ঘটনা।


আরও পড়ুন:'TMC-কে ঢুকতে দিলে খণ্ডযুদ্ধ হবে', সন্দেশখালিতে ঢোকার আগে বাধা পেয়ে হুঙ্কার কংগ্রেসের