মুম্বই: বুধবারের আই লিগে নিষ্ফলা দিন কাটল। দেশের চার প্রান্তে চারটি ম্যাচই ড্র হল। বেঙ্গালুরু এফসি-আইজল এফসি, মিনার্ভা পঞ্জাব-ডিএসকে শিবাজিয়ন্স, ইস্টবেঙ্গল-লাজংয়ের পর মুম্বই এফসি-র সঙ্গে অ্যাওয়ে ম্যাচে ড্র করল মোহনবাগান। ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে এখন লিগ টেবলের দ্বিতীয় স্থানে সঞ্জয় সেনের দল।
এদিন মুম্বইয়ের বিরুদ্ধে হেরেও যেতে পারত মোহনবাগান। ম্যাচের প্রথমার্ধে মুম্বই এফসি-র থৈ সিংয়ের গোল বাতিল হয়। তবে সোনি নর্ডির দূরপাল্লার শট মুম্বই এফসির গোলকিপার দুরন্ত সেভ না করলে ফল অন্যরকমও হতে পারত। দ্বিতীয়ার্ধে বাগানের ছন্নছাড়া ফুটবল চাপ বাড়িয়েছে কোচ সঞ্জয়ের।
মুম্বই এফসি-র সঙ্গে ড্র মোহনবাগানের
Web Desk, ABP Ananda
Updated at:
15 Feb 2017 09:45 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -