কলকাতা: আইএসএলে মোহনবাগান সুপারজায়ান্ট ম্যাচের সময় পিছিয়ে গেল। যুবভারতী স্টেডিয়ামে এবারের আইএসএলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে মোহনবাগান। পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলতে নামবে হুয়ান ফেরান্দোর দল। নির্ধারিত সময় ছিল ম্যাচ শুরুর রাত ৮টা। তবে পিছিয়ে গিয়েছে সেই ম্য়াচের সময়। ৮.৩৫ এ ম্যাচ শুরু হয়েছে। আগে ম্য়াচটি দেরিতে শেষ হওয়ায় এবারের ম্যাচের সময় পিছিয়ে গিয়েছে।
ওড়িশা এফসি ও চেন্নাইয়ের ম্যাচটি ছিল এই ম্যাচের আগে। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য সেই ম্যাচটি শুরু হতে দেরি হয়। ব্রডকাস্টিং ইস্যুর জন্যই মূলত এই ম্যাচ পিছিয়ে গেল। শেষ পর্যন্ত ৩৫ মিনিট দেরিতে খেলা শুরু হয়।
ডুরান্ড কাপ (Durand Cup 2023) খেতাব ঘরে তুলেছে দল এই মরসুমে। আগামীকাল থেকে আইএসএলে নিজেদের অভিযান শুরু করতে চলেছে মোহনবাগান সুপারজায়ান্ট (Mohun Bagan Supergiant)। গতবারের আইএসএল চ্যাম্পিয়ন দল। চলতি মরসুমেও দল দুর্দান্ত ছন্দে রয়েছে। এএফসি কাপেও দারুণ খেলছে দল। ঘরের মাঠে আগামীকালের প্রতিপক্ষও আইএসএলে একেবারে আনকোড়া পাঞ্জাব এফসি। তবে পুরনো সাফল্য নিয়ে ভাবতে নারাজ বাগান কোচ হুয়ান ফেরান্দো। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসেছিলেন লিস্টন কোলাসোকে নিয়ে। পাশে বসিয়ে সবুজ মেরুনের স্প্যানিশ কোচ জানান, ''কাল নতুন টুর্নামেন্ট শুরু হবে। ডুরান্ড কাপে কী হয়েছে বা এএফসি কাপে কী হয়েছে তা নিয়ে ভেবে লাভ নেই। বর্তমান ও ভবিষ্যতের দিকে তাকাতে হবে আমাদের। ঘরের মাঠে আইএসএল অভিযান শুরু করছি আমরা। অবশ্যই গুরুত্বপূর্ণ ম্যাচ। পাঞ্জাব ভাল দল। ওরা গতবারের আইলিগ চ্যাম্পিয়ন। ভাল ম্যাচ হবে। ৯০ মিনিটই ফোকাস ধরে রাখতে হবে আমাদের। কাল আমাদের অন্যরকম সিস্টেমে খেলতে হবে। ডুরান্ড কাপ ফাইনাল বা এএফসি কাপের গত ম্যাচে যেমন খেলেছিলাম, তার চেয়ে আলাদা। কারণ, প্রতিপক্ষ অন্যরকমের। তবে ঘরের মাঠে একটু আধটু ঝুঁকি নিয়ে খেলা যায়। সেটাই করার চেষ্টা করতে পারি।''
অন্যদিকে, ২০২০ সালে এই দলটি তৈরি হওয়ার পর গত মরসুমেই আই লিগ চ্যাম্পিয়ন (I League Champion) হয়েছিল দলটি। এরপর চলতি মরসুমের আইএসএল খেলার সুযোগ পেয়েছে তাঁরা। আইএসএলে নিজেদের অভিষেক মরসুমের জন্য ৩৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাঞ্জাব। দলের হেড কোচ স্তাইকোস ভার্জেতিসাস। এই মরসুমের দলের দায়িত্ব সামলাবেন স্লোভেনিয়ার ফুটবলার লুকা মাজেসিন।