বারাসত: মোহনবাগানের আইলিগ জয়ের স্বপ্ন কার্যত শেষ৷ বারাসতে টানটান থ্রিলারে ডেএসকে শিবাজিয়ান্সের সঙ্গে ৩-৩ গোলে ড্র৷ বারবার পিছিয়ে পড়েও দুর্দান্ত কামব্যাক ডেরেক পেরেরা স্কোয়াডের৷
আইলিগের ডু অর ডাই ম্যাচে টানটান থ্রিলার৷ হাফ ডজন গোল৷ ম্যাচের পাল্লা দু’দিকে ঘুরেছে বারবার৷ শনিবার বারাসত স্টেডিয়ামে ডিএসকে শিবাজিয়ান্সের সঙ্গে ৩-৩ গোলে ড্র করল মোহনবাগান৷ যার ফলে, সবুজ মেরুনের খেতাব ধরে রাখার স্বপ্ন কার্যত শেষ৷
শাস্তি কাটিয়ে এদিনই ডাগ আউটে ফেরেন বাগানের হেডস্যর৷ কিন্তু, জয়ের মুখ দেখল না বাগান৷ ২৬ মিনিটের মাথায় সবুজ মেরুনকে এগিয়ে দেন কর্নেল গ্লেন৷ বক্সের ধার ঘেঁষের জেজের শট আটকে দেন শিবাজিয়ান্স গোলকিপার সুব্রত পাল৷ কিন্তু, তাঁর ঠিক সামনে থাকা গ্লেনই ফিরতি বলকে পাঠালেন গোলের ঠিকানায়৷ তার ঠিক চার মিনিটের মাথায় সমতা ফেরান কুয়েরো৷ ৩৪ মিনিটের মাথায় ফের বারাসত স্টেডিয়ামের শব্দব্রহ্মকে থামিয়ে দিল কুয়েরোর অনবদ্য শট৷ স্কোর তখন ২-১৷ তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে চমত্‍কার শটে সমতা ফেরান সনি নর্ডি৷ আর প্রথমার্ধের একেবারে শেষে ব্যবধান বাড়িয়ে ৩-২ করেন গ্লেন৷ কিন্তু, শেষরক্ষা আর হল কোথায়? দ্বিতীয়ার্ধে দিপান্দা ডিকার গোলই কার্যত শেষ সবুজ মেরুনের আইলিগ জয়ের স্বপ্ন৷ ইজরায়েলের পাস থেকে দুরন্ত হেডারে গোল দিপান্দা ডিকার৷ গতবারের ভারতসেরাদের স্বপ্নভঙ্গ৷

ছবি সৌজন্য: মোহনবাগান