মুম্বই: আইপিএল (IPL) মরশুম তাঁর ভালো কাটেনি। দিল্লি ক্যাপিটালসের হয়ে ধারাবাহিকতা দেখাতে পারেননি। প্রথম একাদশ থেকে বাদও পড়েছিলেন পৃথ্বী শ (Prithvi Shaw)। তবে মাঠের বাইরে বড়সড় স্বস্তি পেলেন তারকা ক্রিকেটার। তাঁর বিরুদ্ধে আনা শ্লীলতাহানির অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়ে দিল মুম্বই পুলিশ।


এক সময় জাতীয় দলে খেলা ক্রিকেটার পৃথ্বী শ’র বিরুদ্ধে ১০ ধারায় মামলা দায়ের করেছিলেন অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্বপ্না গিল (Sapna Gill)। তার মধ্যে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগও ছিল। সেই সব অভিযোগ অসত্য বলে জানাল মুম্বই পুলিশ। তদন্তের পরে রিপোর্ট জমা দিয়েছে তারা। সেখানেই এই কথা জানিয়েছে বিমানবন্দর থানার পুলিশ।


আন্ধেরির এক পানশালায় পৃথ্বী শ তাঁর শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ করেছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্বপ্না গিল। যদিও তদন্তে নেমে পুলিশ সেই অভিযোগের কোনও সত্যতা খুঁজে পায়নি বলে জানিয়েছে আদালতকে। সোমবার তদন্তকারী অফিসার ম্যাজিস্ট্রেটের সামনে হাজির হয়ে রিপোর্ট জমা দেন।


পুলিশ তদন্তের রিপোর্ট জমা দেওয়ার পরে স্বপ্না গিলের আইনজীবী আলি কাশিফ খান আদালতের কাছে ঘটনার ভিডিও ফুটেজ জমা দেওয়ার অনুমতি চান। স্বপ্না গিলের বন্ধুর মোবাইল ফোনে রেকর্ড হওয়া ভিডিও ফুটেজ ছাড়াও পানশালার বাইরে লাগানো সিসিটিভি ফুটেজও জমা দেওয়ার অনুমতি চেয়েছেন তিনি। আদালত পুলিশকে গোটা ঘটনার ভিডিও ফুটেজ জমা দেওয়ার নির্দেশ দেয় এবং শুনানি ২৮ জুন পর্যন্ত মুলতুবি রাখে।


গত ফেব্রুয়ারিতে আন্ধেরির ম্যাজিস্ট্রেট কোর্টে স্বপ্না গিল পৃথ্বীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এবং এফআইআর নথিভুক্ত করানোর আবেদন জানান। আদালতের দ্বারস্থ হওয়ার আগে গিল আন্ধেরির এয়ারপোর্ট থানায় পৃথ্বী শ ও তাঁর বন্ধুদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ জানানোর চেষ্টা করেন। স্বপ্না আদালতে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ও ৫০৯ ধারায় অশালীন কাজের জন্য, এফআইআর দায়ের করেছিলেন। পাশাপাশি ৩২৪ ধারাতেও অভিযোগ এনেছিলেন স্বপ্না। যে ধারায় ইচ্ছাকৃত ভাবে বিপজ্জনক অস্ত্র দিয়ে আঘাত করার কথা বলা হয়েছে। পৃথ্বী এবং তাঁর বন্ধু আশিস যাদবের বিরুদ্ধে স্বপ্নাকে ব্যাট দিয়ে আক্রমণ করার কথা উল্লেখ করা হয়।


পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আদালতকে জানায় যে, স্বপ্না ও তাঁর বন্ধু শোভিত ঠাকুর মদ্যপ অবস্থায় পাবে নাচানাচি করছিলেন। ঠাকুর ঘটনার ভিডিও রেকর্ড করতে চেয়েছিলেন। তখন পৃথ্বী তাঁকে থামিয়ে ছিলেন। পুলিশ আদালতকে জানায় যে, কোনও ভিডিও ফুটেজেই এটা প্রমাণিত হচ্ছে না যে, পৃথ্বী স্বপ্নার শ্লীলতাহানি করেছেন। পুলিশ প্রত্যক্ষদর্শীদের যে বয়ান নিয়েছে, সেখানেও কেউ বলেননি যে, পৃথ্বী হেনস্থা করেছেন।


আরও পড়ুন: ABP Exclusive: উদ্যোগী দাদা স্নেহাশিস, বিশ্বকাপে বড় দায়িত্ব পেতে পারেন সৌরভ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial