কিন্তু হার্দিকের এই ভিডিও একেবারেই ভালোভাবে নিতে পারেননি অনেক ক্রিকেটপ্রেমীই। তাঁরা বিভিন্ন ধরনের মন্তব্যের মাধ্যমে হার্দিকের সমালোচনায় মুখর হয়েছেন। কেউ কেউ হার্দিকের ওই ট্যুইটকে 'অমর্যাদাকর' আখ্যা দিয়েছেন। কেউ কেউ আবার 'রুচি' নিয়েও প্রশ্ন তুলেছেন।
অনেক ক্রিকেট অনুরাগী হার্দিককে জাহির খানের কৃতিত্ব ও ভারতীয় ক্রিকেটে তাঁর অবদানের কথা স্মরণ করিয়ে দিয়েছেন।
কেউ কেউ আবার বলেছেন যে সেরা ফর্মের জাহিরের সামনে পড়লে তাঁকে ওভারবাউন্ডারি মারতে হত না। বরং জাহিরের ইনসুইং ইয়র্কার এসে আছড়ে পড়ত পায়ের পাতায়!