করাচি: দ্বিতীয় টি ২০ ম্যাচেও পাকিস্তানকে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ইতিমধ্যেই পকেটে পুরে ফেলেছে শ্রীলঙ্কা। গত সোমবার দ্বিতীয় টি ২০ ম্যাচে শ্রীলঙ্কার লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা অষ্টম ওভারে ম্যাচ তথা সিরিজের মোড় ঘুরিয়ে দেন পাকিস্তানের তিন ব্যাটসম্যান সরফরাজ আহমেদ, বাবর আজম ও উমর আকমলকে ফিরিয়ে দিয়ে। এই প্রথম পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে টি ২০ সিরিজ জয় নিশ্চিত করল শ্রীলঙ্কা।
জাতীয় দলে প্রত্যাবর্তনটা আদৌ সুখকর হল না উইকেটরক্ষক-ব্যাটসম্যান উমর আকমলের। পরপর দুটি ম্যাচে শূন্য রানে আউট হলেন তিনি। টি ২০-তে এই নিয়ে দশমবার কোনও রান না করেই ফিরলেন তিনি ( টিএম দিলশনের সমসংখ্যক)।
কিছু পাক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তাঁকে তিন নম্বরে ব্যাট করতে দেওয়ার জন্য টিম ম্যানেজমেন্টকে বোঝাতে ইমরান খানের দ্বারস্থ হয়েছিলেন উমর আকমল। কোচ মিসবা তাঁকে সেই সুযোগ দেন। কিন্তু পরপর দুটি ম্যাচেই প্রথম বলে আউট হলেন তিনি।
একে শ্রীলঙ্কার কাছে সিরিজ হার, তার ওপর সুযোগ কাজে লাগানোর ব্যর্থতার জন্য পাক ক্রিকেট অনুরাগীরা উমর আকমলকে সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষ করলেন। টি ২০ স্কোয়াডে উমর আকমলকে ফেরানো মস্তবড় ভুল বলে মন্তব্য করলেন তাঁরা।