বিশাখাপত্তনমে সামির বোলিং তারিফ আদায় করে নিয়েছে প্রাক্তন পাক পেসার শোয়েব আখতারের। নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব আখতার বলেছেন, ‘রিভার্স সুইংয়ের রাজা’ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে সামির।
শোয়েব আখতার বলেছেন, বিশ্বকাপ থেকে ভারতীয় দলের বিদায়ের পর সামি আমাকে একদিন ফোন করে বলেছিল, দলের জন্য তেমন কিছু করতে না পারায় ও দুঃখিত। আমি ওকে বলেছিলাম, একদম ভেঙে পড়ো না। ফিটনেসটা বজায় রেখো। আমি ওকে বলেছিলাম, ঘরের মাঠে সিরিজ হবে এবং তুমি সেখানে ভালো খেলবে। বলেছিলাম, ওকে পুরোপুরি বিধ্বংসী ফাস্ট বোলার হিসেবে দেখতে চাই। ওর হাতে রয়েছে সিম ও সুইং।পাশাপাশি রিভার্স সুইং রয়েছে, যা উপমহাদেশে খুব বোলারের থাকে। ওকে বলেছিলাম, তুমি রিভার্স সুইংয়ের রাজা হয়ে উঠতে পারো।এখন সবাই দেখেছে, ও কেমন পারফর্ম করেছে। বিশাখাপত্তনমের নিষ্প্রাণ পিচে ও উইকেট নিয়েছে। ওর জন্য খুব ভালো লাগছে। বিরাট কোহলির নেতৃত্বে ও আরও উন্নতি করবে।
এর আগে সামিও অধিনায়ক কোহলির প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন যে, দলের বোলারদের ওপর আস্থা রাখেন কোহলি।