নয়াদিল্লি : গৌতম গম্ভীরের সাপোর্ট স্টাফ হবেন কারা ? এনিয়ে একাধিক নাম চর্চায় উঠে আসছে। গম্ভীরকে হেড কোচের দায়িত্ব দেওয়ার পর এবার বাকি দায়িত্ব বণ্টন অর্থাৎ বোলিং-ফিল্ডিং কোচও এবার দ্রুত ঠিক করে নিতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বোলিং কোচ হিসাবে কাকে বেছে নেওয়া হতে পারে তা নিয়ে গত কয়েকদিন ধরে একাধিক নাম উঠে আসছে আলোচনায়। সেই তালিকায় রয়েছেন জাহির খান, লক্ষ্মীপতি বালাজি ও আর বিনয় কুমারের মতো নাম। যদিও এনিয়েও এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যদিও Cricbuzz এর রিপোর্ট বলছে, গৌতম গম্ভীর BCCI-কে অনুরোধ করেছে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার মর্নি মর্কেলের নাম খতিয়ে দেখতে। 


রিপোর্টে এও বলা হয়েছে, মর্কেলের সঙ্গে ইতিমধ্যে কথা বলে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রসঙ্গত, মর্কেল প্রোটিয়াদের হয়ে ৮৬টি টেস্ট, ১১৭টি একদিনের ম্যাচ ও ৪৪টি টি২০ ম্যাচ খেলেছেন। গত বছর ভারতে অনুষ্ঠিত হওয়া একদিনের বিশ্বকাপে মর্কেল পাকিস্তানের বোলিং কোচ ছিলেন। এদিকে, লখনৌ সুপার জায়ান্টসের হয়ে আইপিএলের ২টি মরসুমে অ্যান্ডি ফ্লাওয়ারের সাপোর্ট স্টাফ ছিলেন গম্ভীর ও মর্কেল। কেকেআরের মেন্টর হিসাবে দায়িত্ব নেওয়ার জন্য LSG ছেড়ে চলে আসেন গম্ভীর। তবে, হেড কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে LSG -তেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন মর্কেল।


২০১৪ সালে মর্কেল যখন কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন সেই সময় শাহরুখ খানের দলে অধিনায়ক ছিলেন গম্ভীর। তাছাড়া, প্রাক্তন ভারতীয় ওপেনার বরাবর মর্কেলের ভক্ত। যার সম্বন্ধে তিনি প্রায়ই বলে থাকেন, তাঁর খেলা বোলারদের মধ্যে সবথেকে ভয়ঙ্কর বোলার।


রিপোর্টে এও বলা হয়েছে, এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মনে হচ্ছে, বিসিসিআই শীঘ্রই সিদ্ধান্তে পৌঁছতে পারে। একটা বিষয়ই খতিয়ে দেখার আছে তা হল, মর্কেলের তরুণ পরিবার এবং ভারতীয় ক্রিকেট দলের কোচিংয়ের দায়িত্ব নিলে তাঁকে দীর্ঘদিন সফর করতে হতে পারে। স্ত্রী রোজ কেলির সঙ্গে উত্তর সিডনির সিফোর্থ শহরতলিতে তিনি থাকেন। প্রসঙ্গত, রোজ কেলি চ্যানেল ৯-এর ক্রীড়া উপস্থাপক। এই দম্পতির দুই সন্তান রয়েছে।


আরও পড়ুন ; রাহুল দ্রাবিড় নন, এই কিংবদন্তিকে কোচ হিসাবে বেছে নিতে পারে KKR ?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।